<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র চার দিন বাকি। ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরই মধ্যে পাঁচ কোটি ৭০ লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। তা সত্ত্বেও বিশ্বের প্রাচীনতম গণতান্ত্রিক দেশের নির্বাচন ঘিরে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এবারের নির্বাচনের আগে রাজনৈতিক সহিংসতা, ফল পাল্টানোর চেষ্টা, ব্যালট পোড়ানোসহ বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির ভোটাররা। এমনকি যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে আশঙ্কাও প্রকাশ করেছেন। এক জরিপে দেখা গেছে, নির্বাচনে ট্রাম্প বা কমলা যিনিই জয়ী হোন না কেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র দুর্বল হবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের অর্ধেক নাগরিক।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে গত বুধবার দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনে প্রচারণা চালিয়েছেন কমলা ও ট্রাম্প। এদিন পরিচ্ছন্নতাকর্মীর পোশাক পরে হাজির হন ট্রাম্প। নারীরা পছন্দ করুক বা না করুক, ক্ষেপণাস্ত্র ও অভিবাসীদের হাত থেকে তাঁদের রক্ষার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। মূলত ট্রাম্প সমর্থকদের নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের তির্যক মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এমন রূপে হাজির হয়েছেন। ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে কমলা বলেন, ট্রাম্পের বক্তব্যে প্রমাণিত হলো যে তিনি নারীদের শারীরিক বিষয়ে সিদ্ধান্ত নিতে চান।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস ও এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ পরিচালিত জরিপ বলছে, নির্বাচনের ফল পাল্টে দেওয়ার সহিংস প্রচেষ্টার বিষয়ে নিবন্ধিত ভোটারদের ৪০ শতাংশ অত্যন্ত উদ্বিগ্ন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ক্রমাগত নির্বাচনী জালিয়াতির অভিযোগ এবং কারচুপি হলেই শুধু নির্বাচনে হারতে পারেন বলে যে আভাস ট্রাম্প দিয়ে যাচ্ছেন, তা এসব উদ্বেগ বাড়াতে ভূমিকা রেখেছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রায় ৯০ শতাংশ নিবন্ধিত ভোটার মনে করেন, প্রতিটি অঙ্গরাজ্যের ভোট গণনা শেষে এবং আইনি সমস্যাগুলো সমাধান হওয়ার পর পরাজিত প্রার্থীর পরাজয় মেনে নেওয়া উচিত। তবে হেরে গেলে ট্রাম্প পরাজয় স্বীকার করবেন</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এমনটা মনে করেন মাত্র এক-তৃতীয়াংশ ভোটার।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ট্রাম্পের পরাজয় স্বীকার করা নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে ব্যাপক মতপার্থক্য রয়েছে। দুই-তৃতীয়াংশ রিপাবলিকান মনে করেন, ট্রাম্প পরাজয় স্বীকার করবেন। অন্যদিকে মাত্র ১০ শতাংশ ডেমোক্র্যাট এমনটা মনে করেন। একইভাবে ৮০ শতাংশ ভোটার মনে করেন, নির্বাচনে হেরে গেলেও পরাজয় মেনে নেবেন কমলা হ্যারিস।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গণতন্ত্র নিয়ে উদ্বেগের ক্ষেত্রে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে মতপার্থক্য রয়েছে। জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক ভোটার মনে করেন, ট্রাম্প গণতন্ত্রকে অনেক বা কিছুটা দুর্বল করে ফেলবেন। কমলার ক্ষেত্রে এমনটা মনে করেন ৪০ শতাংশ ভোটার।</span></span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রচারণায় ব্যস্ত ট্রাম্প-কমলা</span></span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গত বুধবার দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিনে প্রচারণা চালানোর সময় ময়লার ট্রাক চালকের পোশাক পরে হাজির হন ট্রাম্প। এ সময় ট্রাকে বসেই তিনি বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমার ময়লার ট্রাক কেমন লাগছে? এই ট্রাকটি বাইডেন ও কমলার সম্মানে নিয়ে এসেছি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পরে গ্রিন বের সমাবেশে পরিচ্ছন্নতাকর্মীর পোশাক পরে হাজির হওয়া ট্রাম্প বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যুক্তরাষ্ট্রের জনগণকে ঘৃণা করে আপনি মার্কিন প্রেসিডেন্ট হতে পারবেন না।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ ছাড়া কর্মসংস্থানের পরিসংখ্যান তুলে ধরে কমলাকে আক্রমণ করেন ট্রাম্প। তিনি বলেন, এটি তিনি নন, তাঁর আশপাশের লোকজন। তাঁরা নোংরা এবং তাঁরা দেশকে ধ্বংস করতে চান। তাঁরা পুরোপুরি আবর্জনা।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ সময় ট্রাম্প বলেন, নারীরা পছন্দ করুক বা না করুক, ক্ষেপণাস্ত্র ও অভিবাসীদের থেকে তাঁদের রক্ষা করতে তিনি প্রস্তুত।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমলা বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে আপনাদের (নারী) শরীর নিয়ে আপনারা কী করতে চান, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ট্রাম্পের। আপনারা এটা পছন্দ করুন বা না করুন।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ট্রাম্প সমর্থকদের বাইডেন আবর্জনা বলার পরিপ্রেক্ষিতে বেশ সমালোচনা হয়েছে। এমনকি কমলার সমাবেশেও এর রেশ কাটেনি। এ বিষয়ে সমাবেশে কমলা বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমি স্পষ্ট করতে চাই যে মানুষ কাকে ভোট দেবে এর ভিত্তিতে তাঁদের নিয়ে সমালোচনার সঙ্গে আমি একমত নই।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এদিকে প্রতিটি অঙ্গরাজ্যের নিবন্ধিত ভোটারদের লটারির মাধ্যমে ১০ লাখ ডলার করে দেওয়ার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে ধনকুবের ইলন মাস্ককে তলব করেছেন ফিলাডেলফিয়ার একটি আদালত। তবে আদালতে হাজির হননি তিনি। আইনজীবীরা বলছেন, এর ফলে টেসলার মালিক আদালত অবমাননার দায়ে পড়তে পারেন। সূত্র : এনডিটিভি, এএফপি, বিবিসি</span></span></span></span></span></p> <p> </p>