<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অর্থনীতি চাঙ্গা করতে একের পর এক প্রণোদনা দিয়ে যাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ চীন। কিন্তু ভোক্তা আয় সেভাবে বাড়ছে না। ফলে বিশ্বের অন্যান্য দেশ যখন মূল্যস্ফীতির সঙ্গে লড়ছে, তখন চীনকে লড়তে হচ্ছে মূল্যহ্রাসের সঙ্গে। গত সেপ্টেম্বর মাসে চীনে ভোক্তা মূল্যসূচক মাত্র ০.৪ শতাংশ বেড়েছে, যা গত তিন মাসের মধ্যে যা সর্বনিম্ন। যদিও রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা আশা করেছিলেন, গত মাসে দেশটির ভোক্তা মূল্যসূচক ০.৬ শতাংশ বাড়বে। আগস্ট মাসে ভোক্তা মূল্যসূচক বৃদ্ধির হার ছিল ০.৬ শতাংশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেপ্টেম্বর মাসে চীনে মূল্যস্ফীতি কম বাড়ার অর্থ, দেশটিতে ভোক্তাদের চাহিদা সেভাবে বাড়ছে না। ফলে উৎপাদন পর্যায়ের মূল্য কমেছে। এই বাস্তবতায় চীন সরকারের ওপর আরো প্রণোদনা দেওয়ার চাপ তৈরি হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই পরিস্থিতিতে চীনের অর্থমন্ত্রী ল্যান ফোয়ান গত শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, অর্থনীতির এই অধোগতি রুখতে চলতি বছর আরো ব্যবস্থা নেওয়া হবে। যদিও বছরের এই শেষ ভাগে কবে নাগাদ এসব ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে পরিষ্কার কিছু বলেননি তিনি। বিনিয়োগকারীরা আশাবাদী, সরকারের নতুন প্রণোদনায় চীনের এই মূল্যহ্রাসের চাপ কমবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে প্রোডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) বা উৎপাদন পর্যায়ের পণ্যমূল্য গত ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি হারে কমেছে। সেপ্টেম্বর মাসে এই সূচক কমেছে ২.৮ শতাংশ; আগের মাসে যার হার ছিল ১.৮ শতাংশ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় চীনে দীর্ঘদিন ধরে মূল্যহ্রাসের চাপ অনুভূত হচ্ছে। তবে গত শনিবারের সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী রাজস্বনীতিতে পরিবর্তনের যে ইঙ্গিত দিয়েছেন, তাতে এ পরিস্থিতি মোকাবেলা করা সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি চীন সরকার অর্থনীতি চাঙ্গা করতে এবং চলতি বছর ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে প্রায় এক লাখ কোটি ইউয়ান প্রণোদনার ঘোষণা দেয়। যদিও অনেক বিশ্লেষক মনে করছেন, এতে সাময়িক স্বস্তি মিলতে পারে। দীর্ঘ মেয়াদে এই দুর্বলতা কাটিয়ে উঠতে আরো শক্তিশালী ব্যবস্থা নেওয়া প্রয়োজন; তা না হলে আগামী বছরেও এই মূল্যহ্রাসের ধারা অব্যাহত থাকতে পারে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সেপ্টেম্বর মাসে চীনের জ্বালানি ও খাদ্যমূল্য বহির্ভূত মূল্যস্ফীতির হার ছিল ০.১ শতাংশ, আগস্ট মাসে যা ছিল ০.৩ শতাংশ। এই পরিসংখ্যান থেকেও বোঝা যায়, মূল্যহ্রাসের চাপ বাড়ছে।</span></span></span></span></p>