<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এজলাসে ঢুকে হাইকোর্টের বিচারপতির দিকে ডিম নিক্ষেপের ঘটনায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদসহ আপিল বিভাগের বিচারপতিরা কঠোর মনোভাব প্রকাশ করেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন, ঘটনা তদন্তে বারের তত্ত্বাবধানে আগামী রবিবার তদন্ত কমিটি গঠন করা হবে। সুপ্রিম কোর্ট প্রশাসনও তদন্ত করবে। তদন্তে সুপ্রিম কোর্টের কোনো আইনজীবী জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট আইনজীবীর বারের সদস্যপদ, এমনকি সদনও বাতিল হতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বৃহস্পতিবার দুই দফা বৈঠক করেন প্রধান বিচারপতি। প্রথমে বৈঠক করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে। দ্বিতীয় বৈঠকটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নাল আবেদিন, মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বদরুদ্দোজা বাদল, দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হকের সঙ্গে। এ বৈঠকেও ছিলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোকন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুই দফা বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল (২৭ নভেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চে বিচারকাজ চলাকালে কিছু আইনজীবী ডিম ছুড়ে মেরেছেন। তাদের কারো মুখোশ পরা ছিল। মুখোশবিহীনও ছিল। এ ঘটনা সুপ্রিম কোর্টে আতঙ্ক সৃষ্টি করার প্রয়াস। মাননীয় প্রধান বিচারপতিও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এ ঘটনা শুধু সুপ্রিম কোর্টই না, দেশের বিচারব্যবস্থার জন্য হুমকি। এটা শুধু একজন বিচারপতির ওপর না, একটি আদালতের ওপর না, এ ঘটনা সমগ্র বিচারব্যবস্থার ভাবমূর্তি নষ্ট করেছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বার সভাপতি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সেখানে (সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চে) সিসি ক্যামেরা ছিল। সে সময় আদালতে অন্য আইনজীবীরাও ছিলেন। তাদের বক্তব্য নিয়ে বিষয়টা কঠিনভাবে দেখা হবে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে মাননীয় বিচারপতিদের সঙ্গে আমরা সবাই একমত হয়েছি। সে জন্য সুপ্রিম কোর্ট বার থেকে একটি তদন্ত কমিটি করা হবে। কমিটি রিপোর্ট দিলে সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেসব আইনজীবী এর সঙ্গে জড়িত, সুপ্রিম কোর্ট বারে তাদের সদস্যপদ বাতিল হতে পারে, এমনকি বার কাউন্সিলের (আইনজীবী) সদনও বাতিল হতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহবুব উদ্দিন খোকন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা সুপ্রিম কোর্ট বার থেকে এ ধরনের ঘটনা বরদাশত করব না। সে যেই দলেরই হোক না কেন। যে ধরনের ঘটনা ঘটানো হয়েছে, এটা দেশের বিচার বিভাগের সুনাম ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, এ ঘটনার সঙ্গে পলাতক স্বৈরাচারীদের ইন্ধন থাকতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান বিচারপতিকে উদ্ধৃত করে খোকন আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ঘটনায় প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিরা কঠোর মনোভাব ব্যক্ত করেছেন। উনারাও চান এ ঘটনার সঠিক তদন্ত হোক এবং প্রকৃত দোষীদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন আদালতের পরিস্থিতি নিয়ে বিজ্ঞপ্তি দেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন অনভিপ্রেত ঘটনা ঘটেছে এবং জেলা আদালতগুলোতে যেসব অনাকাঙ্ক্ষিত পরিস্থতির সৃষ্টি হয়েছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তিনি দেশের আদালতসমূহে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আট বছর আগে সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রায়ে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্যের জেরে গত বুধবার হাইকোর্টের একটি বেঞ্চে হট্টগোল এবং এক পর্যায়ে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতিকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারার ঘটনা ঘটে। যেসব আইনজীবী এমন ঘটনা ঘটিয়েছেন তারা বিএনপিপন্থী আইনজীবী হিসেবে পরিচিত বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>