<p>বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল বুধবার পৃথক আদালত থেকে পৃথক দুটি মামলায় খালাস পেয়েছেন। জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দেওয়া দণ্ডাদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। ছয় বছর আগে এই মামলায় বিচারিক আদালত রায়ে খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের রায় বাতিল ঘোষণা করেন। ফলে এই মামলা থেকে খালাস পেলেন খালেদা জিয়া। অন্যদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তিনজনকে খালাস দিয়েছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক মো. আবু তাহের অভিযোগ গঠন শুনানি শেষে এই আদেশ দেন।</p> <p>কয়লাখনি দুর্নীতি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকার বিশেষ জজ আদালত ৩-এর বিচারক মো. আবু তাহের অভিযোগ গঠন শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে অন্য চার আসামির অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এর মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত অন্য দুজন হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।</p> <p>আঙুলের ছাপ দিলেন খালেদা জিয়া : যুক্তরাষ্ট্র দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ‘আঙুলের ছাপ’ দিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। যুক্তরাষ্ট্র যেতে ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল বুধবার দুপুরে তাকে ঢাকার দূতাবাসে গিয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য দিয়ে বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে যুক্তরাষ্ট্র যেতে হতে পারে। সে জন্য বায়োমেট্রিক আঙুলের ছাপ দিতে দূতাবাসে গিয়েছিলেন। দুপুর আড়াইটার দিকে তাকে বহনকারী গাড়ি দূতাবাসে প্রবেশ করে। আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি সেখান থেকে বাসায় ফেরেন।</p>