<p style="text-align:justify">তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চন্দ্রা মোড় এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রীরা। </p> <p style="text-align:justify">শিল্প পুলিশ, বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রা মোড় এলাকায় মাহামুদ জিন্স লিমিটেড নামে একটি কারখানা কিছুদিন আগে বন্ধ হয়ে যায়। এ কারখানায় কাজ করতেন ৬০০ থেকে ৭০০ শ্রমিক। আজ সকালে শ্রমিকদের বকেয়া বেতন–ভাতাসহ অন্যান্য পাওনা পরিশোধ করার কথা ছিল। সে অনুযায়ী সকাল থেকেই কারখানাটির সামনে আসতে থাকেন শ্রমিকেরা। কিন্তু এর মধ্যেই শ্রমিকদের পাওনা আজ পরিশোধ করা হবে না জানিয়ে নোটিশ টাঙিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। এতে শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে কারখানার সামনেই বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা চন্দ্রা মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক বিক্ষোভ করেন।</p> <p style="text-align:justify">আন্দোলনরত শ্রমিকরা জানান, তিন মাসের বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট পাওনা রয়েছে তাদের। কারখানা কর্তৃপক্ষ প্রায় দুই মাস যাবত বকেয়া পাওনাদি পরিশোধের আশ্বাস দিয়ে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে আসছে।</p> <p style="text-align:justify">তারা বলেন,  ‘তিন মাসের বেতন বকেয়া থাকায় বাসাভাড়া, দোকান বকেয়া দিতে পারছি না। দোকানবাকি না দেওয়ায় এখন আর বাকি দিতে চান না দোকানিরা। ছেলে-মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন না দিতে পারায় অনেক শ্রমিকের স্কুল-কলেজপড়ুয়া সন্তানরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এতে ওইসব শিক্ষার্থীদের এক বছর পেছনে পড়তে হয়েছে।’</p> <p style="text-align:justify">কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরে যাওয়ার জন্য বোঝানো হচ্ছে।</p>