<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পোশাক শিল্পাঞ্চলে অস্থিরতা, বিক্ষোভ, সংঘর্ষ থামছেই না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর সঙ্গে দেশি-বিদেশি উসকানি রয়েছে। বিশেষ করে সাবেক সরকারের সুবিধাভোগী পোশাক কারখানার মালিক, ঝুট ব্যবসায়ীরা তাঁদের আধিপত্য ধরে রাখতে এই অস্থিরতা চালিয়ে যাচ্ছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="আশুলিয়ায় সংঘর্ষ গুলি পোশাক শ্রমিক নিহত" height="221" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/01-10-2024/906554.jpg" style="float:left" width="343" />বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গতকাল সোমবার আশুলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক শ্রমিক। আহত হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক। ক্ষুব্ধ শ্রমিকরা একজোট হয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিকের নাম কাউসার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ঘটনায় গুলিবিদ্ধ অন্য দুই শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন রাসেল ও নয়ন। আহত সবাই আশুলিয়ার ন্যাচারাল গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে। এ ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা শিল্পাঞ্চলে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এক মাসের বেশি সময় ধরে পোশাক শিল্পাঞ্চলে অস্থিরতা থামছে না। দফায় দফায় ত্রিপক্ষীয় বৈঠকের পর শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়া হয়। এর পরও কেন শ্রমিকদের বিক্ষোভ থামছে না, এর সদুত্তর দিতে পারছেন না দায়িত্বশীল ব্যক্তিরা। থেমে থেমে নতুন নতুন ইস্যু তৈরি করে আন্দোলনে নামছেন আন্দোলনকারীরা। বিষয়টি নিয়ে সরকার, শ্রমিক নেতা ও মালিকপক্ষ উভয়ে বিব্রত। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে শিল্পাঞ্চলে শ্রমিক হতাহতের ঘটনা এটাই প্রথম।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গুজব রটিয়ে অগ্নিসংযোগ-ভাঙচুরের অভিযোগ : নিখোঁজের গুজব রটিয়ে কারখানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। গতকাল বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল্লাহ হিল রাকিব এক সংবাদ সম্মেলনে বলেন, কারখানার নিরাপত্তা নিয়ে পোশাক খাতের উদ্যোক্তারা অসন্তুষ্ট। তাঁদের অভিযোগ, নিখোঁজের গুজব রটিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হচ্ছে। সময়মতো আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতা মিলছে না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আব্দুল্লাহ হিল রাকিব বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি, তা না হলে শ্রমিক অসন্তোষের কারণে আমাদের কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে কারখানা মালিকরা বলেন, শ্রমিকদের ১৮ দফা দাবি আদায়ের পরও পোশাক খাতে অসন্তোষ বিরাজ করছে। কারণ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে কিছু মহল গুজব ছড়াচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজিএমইএর সদস্যরা জানান, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এ বিষয়ে কঠোর অবস্থান নিতে হবে। তদন্ত করে নৈরাজ্য সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশেষজ্ঞরা বলছেন, তৈরি পোশাক শিল্পে সরাসরি প্রায় ৪০ লাখ শ্রমিক নিয়োজিত। পরোক্ষভাবে উপকারভোগী কমপক্ষে দুই কোটি মানুষ। এই শিল্প বিপদে পড়লে বিশাল জনগোষ্ঠী বিপদে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আশুলিয়ায় সংঘর্ষে একজন নিহত : আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষে কাউসার হোসেন খান (২৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল দুপুর আড়াইটার দিকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন। নিহত কাউসার হোসেন খান ম্যাঙ্গো টেক্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিক বলে জানা যায়। গুলিবিদ্ধ দুজন হলেন নয়ন ও রাসেল। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, কাউসার হোসেন নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ছাড়া গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শ্রমিক নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য গণমাধ্যমকর্মীদের বলেছেন, দেশের শ্রমিকদের মজুরি যথোপযুক্ত নয়। গত ১৫ বছর তাঁরা তাঁদের দাবির কথা তুলে ধরতে পারেননি। এ ছাড়া শ্রমিকদের সামাজিক সুরক্ষার জন্য বাসস্থান, মাতৃত্বকালীন ছুটি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসবও যথেষ্ট নয়। অনেক শিল্প-কারখানা বন্ধ করা হয়েছে, সেগুলো সচল করার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানতে চাইলে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কল্পনা আখতার কালের কণ্ঠকে বলেন, শ্রমিকদের ১৮ দফা দাবি মেনে নেওয়ার পর নতুন নতুন কারখানাকে লক্ষ্য করে শ্রমিকরা বিক্ষোভ করছেন। এটা কোনোভাবেই যৌক্তিক নয়। গতকাল এক কারখানায় একজন শ্রমিক মারা গেছেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন গুজবে কান দিয়ে তাঁরা অন্য কারখানার ওপর ঝাঁপিয়ে পড়েন। এর পেছনে এখন একটি সুযোগসন্ধানী গোষ্ঠী কাজ করছে। বিশেষ করে ঝুট ব্যবসায়ী, টিফিন সরবরাহকারী এবং এসব ব্যবসায় দখলদারি নিয়ে পেছন থেকে আগের সরকারের সুবিধাভোগীরা কলকাঠি নাড়ছেন। তাঁদের রাজনৈতিক পরিচয়ও নিশ্চিত করা যাচ্ছে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রমিক নেতা তৌহিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ১৮ দফা ঘোষণার পর এর ফলাফল বাস্তবায়ন পর্যন্ত অপেক্ষা না করে এমন শ্রমিক আন্দোলনের পেছনে এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র কাজ করছে। বিশেষ করে যেসব কারখানায় অস্থিরতা তৈরি করা হচ্ছে এগুলো আগের সরকারের সুবিধাভোগী। এসব কারখানায় হাজার হাজার শ্রমিক কাজ করেন। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা সতর্ক না হলে কারখানা বন্ধ হওয়ার পাশাপাশি শ্রমিকরা কর্মসংস্থান হারাবেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, গতকাল একটি পোশাক কারখানার ৩০ থেকে ৪০ জন মধ্যম সারির কর্মচারীর পদত্যাগের দাবিতে কারখানায় বিক্ষোভ হচ্ছিল। এ সময় গুজব ছড়িয়ে পড়ে যে বাইরের আরেকটি কারখানার দুজন শ্রমিককে মেরে ফেলা হয়েছে। এ সময় বার্ডস ও মণ্ডল এবং সিগনেচার গ্রুপের ৮-৯ হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন। এতে শ্রমিকদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংঘর্ষ হয়। একজন শ্রমিক মারা য়ান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই প্রসঙ্গে জানতে চাইলে শ্রমসচিব এ এইচ এম শফিকুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ১৮ দফা মেনে নেওয়ার পরও কেন শ্রমিক অসন্তোষ হচ্ছে, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো। এ ছাড়া ৮-৯টি কারখানা এখনো ঝুঁকিতে রয়েছে। তাদের সঙ্গেও সরকারের পক্ষ থেকে আলোচনা চলছে। আজ মঙ্গলবার আবার শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে জানতে চাওয়া হবে কেন শ্রমিক অসন্তোষ থামছে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুপুরের দিকে মণ্ডল নিটওয়্যার কারখানার শ্রমিকদের সঙ্গে আলোচনা করার সময় পার্শ্ববর্তী ম্যাঙ্গো টেক্স ও ন্যাচারাল ডেনিম কারখানার শ্রমিকরা আমাদের ওপর হামলা চালালে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জসহ টিয়ার শেল নিক্ষেপ করা হয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ : গাজীপুরে কারখানা বন্ধের প্রতিবাদে গতকাল সোমবার সদর উপজেলার ভবানীপুর এলাকার আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার করতে অনুরোধ করে। শ্রমিকরা অবরোধ তুলে নিলে আধাঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কারখানাটিতে প্রায় এক হাজার ৩০০ শ্রমিক কাজ করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্রমিকরা জানান, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের তিন কর্মকর্তার অপসারণ এবং হাজিরা বোনাস, নাইট ও টিফিন ভাতা বৃদ্ধিসহ ১২ দফা দাবিতে রবিবার দুপুর থেকে তাঁরা আন্দোলনে নামেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জে কারখানা বন্ধের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ : নারায়ণগঞ্জের ফতুল্লার জনি টেক্সটাইল কারখানা অবৈধভাবে বন্ধের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকরা। গতকাল বিকেলে শহরের চাষাঢ়ার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন উপমহাপরিদর্শকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লার চাঁদমারীতে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় শ্রমিকরা কারখানা মালিককে দ্রুত গ্রেপ্তার, অবৈধভাবে লে-অফ প্রত্যাহার এবং শ্রমিকদের বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবি জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভালুকায় নির্মীয়মাণ ভবনে শ্রমিকের অর্ধগলিত লাশ : ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানার নির্মীয়মাণ ভবনের লিফটের অবকাঠামোর নিচ থেকে মো. সাজ্জাত হোসেন (২০) নামের এক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা গত রবিবার রাতে এবং গতকাল সোমবার সকালে দুই দফায় প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের ওই স্থানের দুই দিকে দীর্ঘ যানজট লেগে যায়। পরে সেনাবাহিনী, থানা পুলিশ ও শিল্প পুলিশের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খান জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">[তথ্য দিয়ে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক গাজীপুর এবং সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও ভালুকা প্রতিনিধি]</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>