<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কমপক্ষে দুজন বিশিষ্ট আলেম অন্তর্ভুক্তির আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল রবিবার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে কোনো আলেম অন্তর্ভুক্ত করা হয়নি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় পাঠ্যপুস্তকে মুসলিমবিদ্বেষী ও নাস্তিক্যবাদী অনেক বিষয় ঢুকানো হয়েছে। আমরা জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটিতে একজন আলিয়া ও একজন কওমি শিক্ষায় শিক্ষিত বিজ্ঞ আলেমসহ কমপক্ষে দুজন বিজ্ঞ আলেম অন্তর্ভুক্তির আহবান জানাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধর্মীয় বৈষম্য দেখতে চাই না</span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশে কোনো ধরনের ধর্মীয় বৈষম্য জামায়াত দেখতে চায় না। গতকাল রবিবার হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। মহানগরীর বাকলিয়া থানার ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ড জামায়াত এই সভার আয়োজন করে। ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের আমির কামাল হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, স্থানীয় দাশপাড়া সনাতনী সমাজ কমিটির সভাপতি শ্রী নির্মল দাশ প্রমুখ। </span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডেঙ্গু পরীক্ষায় ১ হাজার কিট দিল জামায়াত</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ সদরে অবস্থিত খানপুর ৩০০ শয্যার হাসপাতালে এক হাজার ডেঙ্গু টেস্টিং কিট দিয়েছে জামায়াতে ইসলামী। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনউদ্দিন এবং নারায়ণগঞ্জ মহানগর শাখার আমির মাওলানা আব্দুল জব্বার হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশারের হাতে এই টেস্টিং কিট তুলে দেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই কিটপ্রাপ্তির মাধ্যমে আমাদের সেবা প্রদান করতে সুবিধা হবে। উন্নতমানের টেস্টিং কিট তাঁরা প্রদান করেছেন রোগীদের জন্য। আমরা আশা করছি, এই কিট দিয়ে আগামী দুই মাস নির্বিঘ্নে ডেঙ্গু পরীক্ষা চালিয়ে নিতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লামায় জামায়াতের সমাবেশ</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লামা-আলীকদম (বান্দরবান) প্রতিনিধি জানান, জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, জামায়াতে ইসলামী একটি শান্তিময় সমাজ ও রাষ্ট্র  গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যে সমাজে কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন ও গুম হবে না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার বিকেলে সরই বাজারে আয়োজিত  এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবুল কালাম বক্তব্য দেন।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য : আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী </span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মর্মে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন, এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, এই বক্তব্য আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত ২০ সেপ্টেম্বর ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোলাম পরওয়ার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অমিত শাহর এ ধরনের বক্তব্য বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য তিনি অমিত শাহের প্রতি আহবান জানান। তিনি এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।</span></span></span></span></p>