<p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">অর্থ আর পেশিশক্তির ক্রমবর্ধমান প্রভাবে বাংলাদেশের রাজনীতি এক চরম দুঃসময় পার করে এসেছে। রাজনীতিতে আদর্শ, জনকল্যাণ, আত্মত্যাগ ও নৈতিকতা ক্রমেই দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। রাজনীতি একসময় হয়ে ওঠে বিত্তবৈভব অর্জনের হাতিয়ার। সমষ্টির কল্যাণের চেয়ে ব্যক্তির উদরপূর্তিই  রাজনৈতিক ধারা হয়ে ওঠে। আদর্শভিত্তিক রাজনীতি, সুশাসন ও দেশের উন্নয়ন হাত ধরাধরি করে চলে। আদর্শচ্যুত রাজনীতি সমাজ বা রাষ্ট্রকে কিছু দেয় না। নেতৃত্ব অযোগ্য, অদক্ষ হলে সৃষ্টি হয় নৈরাজ্য। দলে গণতন্ত্র চর্চাহীনতার সুযোগে সুযোগসন্ধানীরা ঢুকে পড়ে। স্বজনপ্রীতি আর প্রশ্রয়নির্ভর রাজনীতিতে ছিল না জবাবদিহিরও বালাই। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনীতির গুণগত মানের ওপর নির্ভর করে রাষ্ট্রের উন্নতি বা অবনতি। রাজনীতি পচনশীল হলে রাষ্ট্র উন্নয়নের বদলে উল্টো পথে হাঁটে। স্বাধীনতা লাভের পর গত পাঁচ দশকে সময় যত গড়িয়েছে, ততই যেন রাজনীতি আদর্শ থেকে দূরে সরে গেছে। এর ফলও আমরা দেখতে পেয়েছি। দেশে পটপরিবর্তন হয়েছে।</span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">কিন্তু তার পরও দেখা যাচ্ছে, নানা সময়ে দেশের নানা প্রান্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এসব বিষয় নিয়ে গত বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বৈঠকের পর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির সঙ্গে বৈঠকে দেশের স্থিতিশীলতার স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা সবাইকে শান্তির বার্তা দিয়ে শান্ত থাকার কথা বলেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বৈঠকের মূল বার্তা হচ্ছে, আমাদের নিয়ে বেশ কিছু সংঘবদ্ধ অপপ্রচার হচ্ছে। জাতির স্থিতিশীলতার জন্য প্রধান উপদেষ্টা সবার ঐক্যের কথা বলেছেন। ছাত্র-জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার কাছে তিনি জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন। </span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে গত কয়েক দিনের সংঘটিত ঘটনাবলিতে উদ্বেগ প্রকাশ করে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিএনপি। দ্রুত সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার দাবিও জানায় দলটি। বৈঠকের পর বিএনপি মহাসচিব বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। যারা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়, তাদের প্রতিহত ও প্রতিরোধ করার জন্য ঐক্য গড়ে তুলতে হবে। সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্য আহ্বান জানিয়েছে বিএনপি। বিএনপি মহাসচিব বলেছেন, সংস্কার যেগুলো বেশি প্রয়োজন, সেগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিতে হবে।</span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক পটপরিবর্তনের পর নানা স্বার্থান্বেষী গোষ্ঠী নানাভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইবে। সরকারের দায়িত্ব হচ্ছে, স্থিতিশীলতা বজায় রাখতে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করা। স্থিতিশীলতা বজায় রাখতে হলে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করতে হবে। রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া দেশ পরিচালনা একেবারেই অসম্ভব। প্রধান উপদেষ্টা সঠিক সময়ে বিএনপির সঙ্গে বৈঠকে বসেছেন। প্রধান উপদেষ্টাও যেমন জাতীয় ঐক্যের কথা বলেছেন, তেমনি বিএনপিও জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর জোর দিয়েছে। বলা যেতে পারে, দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য সৃষ্টি করতে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে ঐকমত্য হয়েছে।    </span></span></span></p> <p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi">আমাদের প্রত্যাশা, এভাবেই দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো হাত ধরাধরি করে এগিয়ে যাবে।</span></span></span></p>