<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অধিকৃত গোলান মালভূমিতে বসতি বাড়ানোর একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। গত রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, অধিকৃত গোলান মালভূমি এলাকায় জনসংখ্যা দ্বিগুণ করতে এই পরিকল্পনার অনুমোদন দিয়েছে তার সরকার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ার আসাদ সরকারকে উত্খাতকারী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস) নেতা আহমেদ আল-শারা তার দেশে ইসরায়েলের চলমান হামলার সমালোচনার পরেই নেতানিয়াহু গোলানে বসতি সম্প্রসারণের ঘোষণা দিলেন। নেতানিয়াহুর কার্যালয় জানায়, জনতাত্ত্বিক উন্নয়নের জন্য ১১ মিলিয়ন ডলারের একটি পরিকল্পনা সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে। জনসংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যের পাশাপাশি কার্যালয় আরো জানায়, সিরিয়ায় ইসলামপন্থী বিদ্রোহীদের হাতে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়া সীমান্তে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন ফ্রন্ট</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তৈরি হওয়ায় তাদের এই পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গোলান মালভূমিতে জনসংখ্যা দ্বিগুণ করার ইসরায়েলি পরিকল্পনার কড়া নিন্দা করেছে সৌদি আরব ও তুরস্ক। গত রবিবার রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের এমন পরিকল্পনা আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করার সুযোগগুলোয় অব্যাহতভাবে নাশকতা চালানোর অংশ। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও গতকাল সোমবার সাবধান করে বলছে, এমন পরিকল্পনা সিরিয়ায় স্থিতিশীলতা আনার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরিয়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত প্রায় এক হাজার ৮০০ বর্গকিলোমিটার আয়তনের এক পাথুরে মালভূমি গোলান। এলাকাটি ইসরায়েলের উত্তর-পূর্বাঞ্চল স্পর্শ করেছে। বর্তমানে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে আছে গোলান। ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের সময় ইসরায়েল এলাকাটি দখল করে নিয়েছিল। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই দখল অবৈধ। বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েলি বাহিনী গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার বাফার জোনে ঢুকে পড়েছে। বাফার জোনে ঢুকে পড়ার পক্ষে সাফাই গাইতে ইসরায়েল বলেছে, দামেস্কের ক্ষমতার পটপরিবর্তনের কারণে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ব্যবস্থা কার্যত ভেঙে গেছে। গোলানে এখন ৩০টির বেশি ইসরায়েলি বসতি আছে, যেখানে প্রায় ২০ হাজার মানুষ বাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানে তাদের বসবাসকে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়, যদিও ইসরায়েল সেটি মানতে রাজি নয়। বসতি স্থাপনকারীদের পাশাপাশি সেখানে ২০ হাজারের মতো সিরীয় নাগরিকও আছে। ওই এলাকাটি ইসরায়েলের নিয়ন্ত্রণে যাওয়ার পরে দ্রুজ আরব হিসেবে পরিচিত এসব মানুষ সেখান থেকে পালিয়ে যায়নি। এখন বসতি বাড়ানোর পদক্ষেপ সত্ত্বেও নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার সঙ্গে সংঘাতের আগ্রহ ইসরায়েলের নেই। তিনি বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা মাঠের বাস্তবতার ভিত্তিতে সিরিয়ার বিষয়ে ইসরায়েলের নীতি নির্ধারণ করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span>  </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সিরিয়া উপকূলীয় তারতোয়াস অঞ্চলে গত রবিবার রাতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে আকাশ প্রতিরক্ষা ইউনিট, ক্ষেপণাস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, এলাকাটিতে এক দশকের মধ্যে সবচেয়ে প্রবল হামলার ঘটনা এটি। অবজারভেটরি বলেছে, গত ৮ ডিসেম্বরের পর থেকে সিরিয়ায় অন্তত ৪৫০ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আয়ারল্যান্ডে দূতাবাস বন্ধের ঘোষণা ইসরায়েলের : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আয়ারল্যান্ডে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিজেদের দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটি বলেছে, আয়ারল্যান্ড সরকার গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকার মামলায় সমর্থন দেওয়ায় তারা ডাবলিনে দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার গত রবিবার বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">“</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আয়ারল্যান্ড সরকারের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চরম ইসরায়েলবিরোধী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নীতির কারণে ডাবলিনে দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">”</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আয়ারল্যান্ড ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রতিটি সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেন তিনি। সূত্র : এএফপি, বিবিসি, আলজাজিরা</span></span></span></span></span></p>