<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ আজ রবিবার প্রাণপণ চেষ্টা চালিয়ে বিক্ষোভ করবে বলে আগে থেকেই জানিয়েছে। আজকের বিক্ষোভ কর্মসূচিকে তারা বাঁচা-মরার লড়াই হিসেবে বিবেচনা করছে। পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে দেশটির সরকার। জিও টিভি গলকাল শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, গতকাল সন্ধ্যা থেকেই দেশব্যাপী মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নির্দেশনা দিয়েছেন, ইসলামাবাদে যেন কোনোক্রমেই পিটিআই সমর্থকরা প্রবেশ করতে না পারে। সে অনুসারে পুলিশ ভ্যান ইসলামাবাদের প্রবেশপথে মজুদ রাখা হয়েছে। বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে কোথায় রাখা হবে, সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক ক্ষমতাসীন দলের বিক্ষোভ মোকাবেলায় বর্তমান সরকার কঠোর নিরাপত্তাব্যবস্থা রেখেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ইমরান খানের প্রতিষ্ঠিত দলটি সাম্প্রতিক মাসগুলোতে একাধিক ইস্যুতে রাজধানীতে মিছিল করেছে। এ সময় দলটির কর্মীদের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার দফায় দফায় সংঘর্ষও হয়েছে। তবে এবার বেলারুশের প্রেসিডেন্ট দেশটিতে সফরে আসার মাত্র এক দিন আগে বিক্ষোভ করছে পিটিআই। বেলারুশের প্রেসিডেন্ট আগামীকাল পাকিস্তানে এসে ২৭ নভেম্বর ফিরে যাওয়ার কথা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তান সরকার ইসলামাবাদে দুই মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে। এ ছাড়া প্রশাসন রেঞ্জার্স এবং ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি (এফসি) মোতায়েনসহ অতিরিক্ত আট হাজার পুলিশকর্মীও চেয়েছে। পিটিআইয়ের বিক্ষোভ দমনে ইসলামাবাদ ছাড়াও খাইবারপাখতুনখোয়া ও পাঞ্জাবের কিছু স্থানে মোবাইল ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসলামাবাদ হাইকোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, পিটিআইকে রাজধানীতে প্রতিবাদ কর্মসূচি করার অনুমতি যেন না দেওয়া হয়। বিক্ষোভকারীদের ঠেকাতে কঠোর ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসলামাবাদ প্রশাসন ছাড়াও পাঞ্জাব সরকারও গতকাল থেকে আগামীকাল সোমবার পর্যন্ত তিন দিনের জন্য প্রদেশজুড়ে ১৪৪ ধারা জারি করেছে এবং ১০ হাজার সাত শতাধিক পুলিশ স্ট্যান্ডবাই রেখেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : জিও টিভি</span></span></span></span></p> <p> </p>