<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় নিহতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দেয়। এদিকে গাজায় দুই দিনের যুদ্ধবিরতি দিতে মিসরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হামাসের অস্তিত্ব মুছে ফেলার নামে এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে এক লাখ এক হাজার ১১০ জন। সবশেষ ৪৮ ঘণ্টায় গাজায় ৯৬ জন প্রাণ হারায়।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল-সিসি গাজায়  দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন। সিসির প্রস্তাবে কিছু ফিলিস্তিনি বন্দির বিনিময়ে হামাসের হাতে থাকা জিম্মিদের মধ্যে চার ইসরায়েলিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়। গত রবিবার কায়রোয় এক সংবাদ সম্মেলনে সিসি তাঁর প্রস্তাবের কথা জানান। কাতারের রাজধানী দোহায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালকদের বৈঠকে মিসরের পক্ষ থেকে  যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয় বলে সিসি জানান। তবে মিসরের এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের হামলার দৃঢ় জবাব দেবে ইরান, বলল তেহরান : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">  হামলার দৃঢ় ও কার্যকর জবাব দেবে ইরান।  গতকাল এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘায়ি এই কথা বলেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা ইহুদি শাসকদের আগ্রাসনের দৃঢ় ও কার্যকর জবাব দিতে আমাদের সব উপায়ই ব্যবহার করছি। গত শনিবার ইরানে সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর কথা জানায় ইসরায়েল। গত ১ অক্টোবর তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালায় ইসরায়েল।  ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতি আরো জটিল হয়েছে। ইরান এখন পর্যন্ত এই হামলার বিষয়ে সংযত ও সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ ইরাকের : ইরানে হামলা চালাতে ইসরায়েল বিনা অনুমতিতে  ইরাকের আকাশসীমা ব্যবহার করেছে বলে জাতিসংঘে অভিযোগ জানিয়েছে বাগদাদ সরকার। গতকাল ইরাক সরকারের এক মুখপাত্র জানান, এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের কাছে চিঠি দিয়ে প্রতিবাদ জানিয়েছে তার দেশের সরকার। এ ছাড়া ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের কাছেও তুলবে বলে জানান ওই  মুখপাত্র। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ইসরায়েলের ব্যবহার করা ক্ষেপণাস্ত্রের কথিত বুস্টার অংশ ইরাকের মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। ক্ষেপণাস্ত্রের এই পরিত্যক্ত অংশগুলো বাগদাদের উত্তরে কোনো এলাকায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খামেনির এক্স অ্যাকাউন্ট </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্ধ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> : সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)  ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি নতুন অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। অ্যাকাউন্টটিতে খামেনির পক্ষ থেকে হিব্রু ভাষায় বার্তা পোস্ট করা হয়েছিল। ইসরায়েল-ইরান চলমান উত্তেজনার মধ্যেই খামেনির অ্যাকাউন্ট বন্ধের এমন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমটি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হিজবুল্লাহর রকেট হামলা : লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী গতকাল দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের জমায়েত লক্ষ্য রকেট হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বলেছে, টায়া শহরে ইসরায়েলের হামলায় অন্তত সাতজন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। শহরজুড়ে ব্যাপক বোমা, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বোমা আর ক্ষেপণাস্ত্র হামলায় পুরো শহর ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে পড়ছে। এদিকে লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। সেই সঙ্গে তিনি দেশটিতে মোতায়েন থাকা জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের হামলাকে অগ্রহণযোগ্য বলে তীব্র নিন্দা করেছেন। সূত্র : এএফপি, আলজাজিরা</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>