<p>জার্মানি সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার রাতে একটি বিমানে করে তিনি বার্লিনে পৌঁছেন। এই সফরে তাঁকে সর্বোচ্চ জার্মান সম্মানে ভূষিত করা হবে। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভবত শেষ জার্মানি সফরে গেলেন বাইডেন। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার বাইডেনকে ‘গ্র্যান্ড <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ক্রস</span> অব <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">দ্য</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">অর্ডার</span> অব মেরিট’ সম্মান প্রদান করবেন। সাধারণত রাষ্ট্রপ্রধানদের এই সম্মানে ভূষিত করে জার্মানি। বাইডেনের আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জর্জ এইচ ডব্লিউ বুশ এই সম্মান পেয়েছিলেন। জার্মান প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, বাইডেনের আমলে জার্মানি ও যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব এবং ট্রান্স আটলান্টিক জোটকে <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">স্বীকৃতি</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">দিতে</span> চায় বার্লিন। এখানে খেয়াল রাখতে হবে, এই সময়েই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনা ঘটেছে। এর আগে শীতল যুদ্ধের পর <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">জার্মানির</span> ইউনিফিকেশনে জর্জ এইচ ডব্লিউ বুশ সহযোগিতা করেছিলেন বলে তাঁকে এই সম্মান জানানো হয়েছিল। সে সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন হেলমুট কোল। মার্কিন কূটনীতিক মাইকেল কার্পেনটর জানিয়েছেন, বাইডেনের এই জার্মান সফর ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জার্মান প্রেসিডেন্টের পাশাপাশি জার্মান চ্যান্সেলর ওলফ শলেসর সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে বাইডেনের।     সূত্র : ডয়চে ভেলে</p>