<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহের প্রবেশাধিকার বাড়াতে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যথায় ইসরায়েলে মার্কিন সামরিক সহযোগিতা কমিয়ে ফেলা হতে পারে। সম্প্রতি ইসরায়েলকে এক চিঠি দিয়ে যুক্তরাষ্ট্র এমন আলটিমেটাম দেয়। যুক্তরাষ্ট্রের কাছ থেকে এটিই এখন পর্যন্ত ইসরায়েলকে সবচেয়ে কড়া ভাষায় লেখা সতর্কবার্তা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তর গাজায় ইসরায়েলের নতুন করে হামলা শুরুর মধ্যে যুক্তরাষ্ট্রের এই বার্তা এলো। উত্তর গাজায় ইসরায়েলের হামলায় বহু হতাহতের খবর মিলছে। চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র গাজায় অবনতিশীল মানবিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। গত মাসে ইসরায়েল উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে প্রায় ৯০ শতাংশ মানবিক ত্রাণ সরবরাহ ঢুকতে দেয়নি কিংবা বাধা দিয়েছে। যুক্তরাষ্ট্রের এমন সতর্কবার্তার পর ইসরায়েল গতকাল বুধবার জানিয়েছে, উত্তর গাজায় অন্তত ৫০টি ত্রাণবাহী লরি পৌঁছেছে। উত্তর গাজার পরিস্থিতি অত্যন্ত শোচনীয় বলে জানিয়েছে জাতিসংঘ। উত্তর গাজার জাবালিয়ার আল ওয়াদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, ইসরায়েলি বাহিনী এলাকায় হামলা চালাচ্ছে। হাসপাতালে প্রতিদিনই বিপুলসংখ্যক হতাহত রোগী নিয়ে আসা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবাননে হামলা চলছেই : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হিজবুল্লাহ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বাহিনীকে ধ্বংসের নামে লেবাননে ইসরায়েলি বাহিনী তুমুল হামলা অব্যাহত রেখেছে। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় শহরের মেয়রসহ অন্তত ছয়জন নিহত হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুদ্ধবিরতি করবেন না নেতানিয়াহু : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে রাজি নন। নেতানিয়াহু যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করার পর গতকাল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে লেবানন থেকে গত মঙ্গলবার রাতে ইসরায়েলের ভূখণ্ডে ৯০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে। সূত্র : বিবিসি, এএফপি</span></span></span></span></span></p>