<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজারে অস্থিরতার মধ্যে ডিমের দাম কিছুটা কমে প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০-১৫৫ টাকায়। তবে ব্রয়লারসহ অন্যান্য জাতের মুরগি আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্রয়লায় মুরগি এখন বিক্রি হচ্ছে ২১০ থেকে ২১৫ টাকা কেজি দরে। গতকাল শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় এই দামে বিক্রির তথ্য পাওয়া গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যবসায়ীরা জানিয়েছেন, ডিমে শুল্কছাড় দিয়ে আমদানির অনুমতি, বাজারে নিয়মিত অভিযান ও সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রি করতে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনার ফল হিসেবে দাম কমছে। গত সপ্তাহের শুরুতে ডিমের দাম ডজনপ্রতি ১৮০ টাকায় উঠেছিল। খামারি ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর ডিম সরবরাহ বাড়ানোর কারণে কমতির দিকে ডিমের দাম। তবে রাজধানীর কিছু পাড়া-মহল্লায় এখনো ১৬০ টাকা ডজন দামে ডিম বিক্রি হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে ব্রয়লার মুরগির দাম তো কমছেই না। দুই সপ্তাহ আগে ছিল ১৮০ টাকা কেজির মধ্যে। আর সোনালি জাতের মুরগির দাম প্রতি কেজিতে বেড়ে বিক্রি হচ্ছে ৩২০-৩৩০ টাকায়, যা ছিল ২৭০-২৮০ টাকা কেজি। এ ছাড়া লেয়ার মুরগি প্রতি কেজি ৩৩০ টাকা, কক মুরগি প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি আগের মতো ৬৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৫ সেপ্টেম্বর ডিম ও মুরগির দাম নির্ধারণ করে দেয় সরকার। সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হকের সই করা চিঠিতে নির্দেশ দেওয়া হয়, খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম ১১ টাকা ৮৭ পয়সা। উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে  ১১ টাকা ১ পয়সা। সে হিসাবে প্রতি ডজন ব্রয়লার মুরগির ডিমের মূল্য ১৪২ টাকা ৪৪ পয়সা হওয়ার কথা। কিন্তু এই দামে খুচরা বাজারে এখনো ডিম পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ব্রয়লার মুরগি দাম খুচরা পর্যায়ে ১৭৯ টাকা ৫৯ পয়সা নির্ধারণ করা হয়, যা উৎপাদক পর্যায়ে প্রতি কেজি ১৬৮ টাকা ৯১ পয়সা, পাইকারি পর্যায়ে ১৭২ টাকা ৬১ পয়সা। সোনালি মুরগি খুচরা পর্যায়ে  ২৬৯ টাকা ৬৪ পয়সা নির্ধারিত রয়েছে, যা উৎপাদক পর্যায়ে ২৬০ টাকা ৭৮ পয়সা এবং পাইকারি পর্যায়ে ২৬৪ টাকা ৫৭ পয়সায় বিক্রি করার কথা। কিন্তু ব্রয়লার ও সোনালি জাতের মুরগি এই দামে এখনো বাজারে পাওয়া যাচ্ছে না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>