<p>ঝিনাইদহের চাঞ্চল্যকর ও আলোচিত সংখ্যালঘু নেতা বরুণ কুমার ঘোষ হত্যা মামলার মূল আসামি তন্ময় ঘোষ এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। হত্যাকাণ্ডের ৯ মাস পেরিয়ে গেলেও মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত নিহতের পরিবার। </p> <p>জানা গেছে, গত ৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের হামদহ ঘোষপাড়া এলাকা থেকে ইজিবাইকযোগে বাইপাস মোড়ে যাচ্ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতা বরুণ কুমার ঘোষ। সে সময় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত হামলা করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে এক হাত ও দুই পা বিচ্ছিন্ন করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।</p> <p>এ ঘটনায় নিহত বরুণ কুমার ঘোষের স্ত্রী টুম্পা রানী ঘোষ বাদী হয়ে ঘটনার পর দিন ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।</p> <p>নিহতের স্ত্রী টুম্পা রানী ঘোষ জানান, আমার স্বামী হত্যার পর সদর থানায় একটি মামলা দায়ের করি। ওই মামলায় অনেকে গ্রেপ্তার হলেও মূল আসামি তন্ময় ঘোষ এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। মূল আসামিসহ সকল ঘাতকদের গ্রেপ্তার করে ন্যায়বিচার পাওয়ার জন্য জোর দাবি জানান তিনি। </p> <p>এ বিষয়ে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আমি এখানে সদ্য যোগদান করেছি। আমি জানতে পেরেছি, বরুণ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে।</p> <p>এদিকে বরুণ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিবৃতি দিয়েছে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।</p>