<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন নির্বাচনের বাকি আছে হাতে গোনা কয়েক দিন। গুরুত্বপূর্ণ এই সময়টাতে অবশ্য একদণ্ড বসে নেই দুই প্রেসিডেন্ট প্রার্থী। ভোটার টানতে নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন তাঁরা। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটদলীয় প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্থানীয় সময় গতকাল শুক্রবারও দুই প্রার্থীর আরব-আমেরিকান ভোটারদের ঘাঁটি দোদুল্যমান রাজ্য মিশিগানে নির্বাচনী প্রচারণা চালানোর কথা রয়েছে বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিশিগানে যেহেতু আরব-আমেরিকানদের সংখ্যা বেশি, তাই এই রাজ্য অপ্রতিরোধ্য বিভিন্ন আন্দোলনের আঁতুড়ঘর হিসেবেও পরিচিত। কারণ গাজার যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন জো বাইডেন ও কমলা হ্যারিস সরকারের ওপর এই অঙ্গরাজ্য থেকেই বারবার চাপ এসেছে। হয়েছে গাজায় সহিংসতার বিরুদ্ধে তুমুল প্রতিবাদও। মিশিগানের ভোটারদের কমলা হ্যারিসের প্রতি সমর্থন জানানোর ক্ষেত্রে অনীহার বিষয়টিও সম্প্রতি সামনে এসেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন নির্বাচনে মিশিগান, আরিজোনা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, উইসকনসিন, নেভাদা ও জর্জিয়াকে মূলত দোদুল্যমান রাজ্য হিসেবে মনে করা হয়। এই রাজ্যগুলোও মূলত মার্কিন নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে দোদুল্যমান এই রাজ্যগুলোর মধ্যে সম্প্রতি আলোচনায় রয়েছে মিশিগান। এ কারণেই হ্যারিস ও ট্রাম্প দুজনই এই রাজ্যকেই প্রচারণার জন্য বেছে নিয়েছেন। গত দুই প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানে বিজয়ী প্রার্থীর কাছেই গেছে হোয়াইট হাউসের কুর্সি। ২০২০ সালের নির্বাচনেও বাইডেন মিশিগানে দেড় লাখ ভোটে জিতেছিলেন। কিন্তু চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি একচোখা প্রীতি এই রাজ্যে তাঁর দল তীব্র বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হচ্ছে। এর প্রমাণ মেলে চলতি বছরের ফেব্রুয়ারিতে মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে। এ সময় এক লক্ষাধিক ভোটার তাঁদের ব্যালটে মার্কিন সরকারের তরফ থেকে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধ দেখতে চাওয়ার প্রচারণার অংশ হিসেবে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনিশ্চিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিকল্পটি বেছে নিয়েছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিশিগানের আরব-আমেরিকানদের ভোটারদের এই মনোভাবেরই সুযোগ নিচ্ছেন ট্রাম্প। নিজের সম্ভাব্য বিজয়ের পথে এই রাজ্যের তাৎপর্য তুলে ধরেছেন তিনি। সম্প্রতি মিশিগানের বৃহত্তম শহর ডেট্রয়টের পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের পুরো দেশটি ডেট্রয়েটের মতো হয়ে যাবে যদি (হ্যারিস) আপনাদের প্রেসিডেন্ট হন। আপনাদের ব্যাপক ঝামেলা পোহাতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে কমলা হ্যারিস গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের ঐহিত্য ভেঙে নিউ ইয়র্কে অনুষ্ঠিত বার্ষিক আল স্মিথ দাতব্য নৈশ ভোজে অংশ নেননি। এর বদলে দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত উইসকনসিনে প্রচারণা চালান তিনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে, মার্কিন নির্বাচন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের জয়জয়কারের এই যুগে নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ফেসবুক-টুইটারের মতো মাধ্যমগুলো। তবে এসব সামাজিক মাধ্যমে দেদার ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বার্তা সংস্থা এএফপি গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে টিকটক ও ফেসবুক নির্বাচনসংক্রান্ত মিথ্যা ও ভুয়া তথ্যসংবলিত বিজ্ঞাপনগুলো প্রচারে অনুমোদন দিচ্ছে। একটি নজরদারি সংস্থা গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে, বিভিন্ন জরিপ অনুসারে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয়ভাবে ও গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন কমলা। নির্বাচনের কয়েক সপ্তাহ ভোটারদের সমর্থন পেতে দুই প্রার্থীর হয়ে উচ্চতর পর্যায়ের ব্যক্তি ও ধনকুবেররাও মাঠে নামছেন। এর মধ্যে দোদুল্যমান রাজ্য পেনসিলভানিয়ায় ধনকুবের ইলন মাস্ককে বেশ কয়েকবারই ট্রাম্পের হয়ে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। সূত্র : বিবিসি, এএফপি</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>