<p>দেশে বৈদেশিক মুদ্রার আয় বাড়াতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হচ্ছে ‘বাংলাদেশ রেমিট্যান্স ফেয়ার’। ২০ অক্টোবর নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হবে দুই দিনের এই মেলা।</p> <p>ঢাকা ব্যাংকের তত্ত্বাবধানে যৌথভাবে এই মেলার আয়োজন করছে বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্ত ধারা নিউইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনেস লিংক। মেলার থিম নির্ধারণ করা হয়েছে ‘নতুন সুযোগ, নতুন বাজার, নতুন অংশীদারি’। নিউইয়র্ক সময় বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী পৌষালী ব্যানার্জী ও শাহ মাহবুব। বিদেশের মাটিতে আয়োজিত এই মেলার মূল লক্ষ্য বৈদেশিক মুদ্রার আয় বাড়ানো এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোয় প্রবাসীদের উৎসাহী করা।</p> <p>আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক, শেভরন এক্সপ্রেস, স্ট্যান্ডার্ড এক্সপ্রেসসহ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয় দেশের ৩০টিরও বেশি আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস, অফশোর ব্যাংকিং সার্ভিস প্রভাইডার এবং প্রবাসী ক্ষুদ্র ব্যবসার উদ্যোক্তারা এতে অংশ নেবেন।</p> <p>মেলায় রেমিট্যান্স-সংক্রান্ত সেমিনার ও সিম্পোজিয়ামের পাশাপাশি সেরা ১০ বাংলাদেশি-আমেরিকান রেমিট্যান্স প্রেরককে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া মেলায় শীর্ষ রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংক ও শীর্ষ তিনটি মানি এক্সচেঞ্জ বা রেমিট্যান্স চ্যানেল কম্পানিকে পুরস্কার দেওয়া হবে।</p> <p> </p>