<p>নামিবিয়া প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে একজন নারীকে বেছে নিয়েছে। দেশটির ক্ষমতাসীন এসডব্লিউএপিও দলের নেত্রী নান্দি নাদাইতওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দায়িত্ব নিলে তিনি হবেন নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট। গতকাল মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল প্রকাশ করে।</p> <p>নামিবিয়ার নির্বাচন কমিশন অনুসারে, প্রেসিডেন্ট নির্বাচনে নেতুম্বো নান্দি ৫৭ শতাংশ ভোট পেয়েছেন। নামিবিয়ার নিয়ম অনুয়াযী, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। নির্বাচনে নান্দির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন পান্দুলেনি ইতুলা ইনডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) দলের নেতা। তিনি নির্বাচনে প্রায় ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। তবে আইপিসি বলেছে, নির্বাচনী প্রক্রিয়াকে অত্যন্ত ত্রুটিপূর্ণ ছিল তাই তারা নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে যাবে। </p> <p>প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করার পর নান্দি বলেন, নামিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ভোট দিয়েছেন। <br /> ৭২ বছর বয়সী নান্দি নাদাইতওয়া বর্তমানে নাবিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯০ সালে দলটির নেতৃত্বে নামিবিয়া দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীন হয়। এরপর ৩৪ বছর ধরে দলটি ক্ষমতায় আছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যুদ্ধ শেষে কারা চাচ্ছে গাজা শাসন করতে?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733289284-ea2c33f007e33bf09ca81a920a60e7f7.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যুদ্ধ শেষে কারা চাচ্ছে গাজা শাসন করতে?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/04/1453706" target="_blank"> </a></div> </div> <p>গত ২৭ নভেম্বর নামিবিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল প্রকাশে দেরি হয়। নির্বাচন চলাকালে বিভিন্ন সমস্যা এবং ব্যালট পেপারের ঘাটতি কারণে সমস্যা দেখা দেয় এবং ফলাফল ঘোষণা করতে দেরি হয়।</p> <p>সূত্র : রয়টার্স</p>