<p>মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্সের পরবর্তী প্রজন্মের রকেট স্টারশিপের পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে সশরীরে হাজির হয়েছেন সদ্য বিজয়ী ট্রাম্প। ট্রাম্প এবং মাস্ক গতকাল মঙ্গলবার টেক্সাসের ব্রাউনসভিলে পৌঁছান।</p> <p>ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে স্পেস এক্সের ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয়। সেখানে ট্রাম্প তার রাজনৈতিক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের সঙ্গে বসে এই রকেট উৎক্ষেপণ দেখেন। </p> <p>রকেটটি স্থানীয় সময় বিকাল ৫ টার পরেই যাত্রা শুরু করে। স্পেস এক্স পরে স্টারশিপ বুস্টারটি ধরার পরিকল্পনা বাদ দেয়। এটি সমুদ্রে পড়তে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেটি মেক্সিকো উপসাগরে পড়েছে। মহাকাশে প্রায় এক ঘণ্টা থাকার পর স্টারশিপ পৃথিবীতে ফিরে আসবে। এটি ভারত মহাসাগরে পড়বে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিক্ষা সচিবের নাম জানালেন ট্রাম্প" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/20/1732075927-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিক্ষা সচিবের নাম জানালেন ট্রাম্প</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/20/1448637" target="_blank"> </a></div> </div> <p>স্পেস এক্স জানিয়েছে, রকেটে কোনো নভোচারী ছিল না। এই স্টারশিপ নিয়ে বড় স্বপ্ন দেখছে মাস্ক ও তার সংস্থা। তাদের প্রত্যাশা এই রকেটে করে একদিন মঙ্গলগ্রহ ও চাঁদে নভোচারী পাঠানো যাবে।</p> <p>সূত্র: আলজাজিরা</p>