<p>আঙ্কারার কাছে হামলার পর কুর্দিশ ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ি করে উত্তর ইরাক এবং সিরিয়ায় তাদের  লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু হামলার কথা জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরাক ও সিরিয়ায় কুর্দদের মোট ৩২টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে। </p> <p>কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। কুর্দি সংখ্যালঘুরা তাদের বৃহত্তর অধিকারের জন্য ১৯৮০ সাল থেকে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে তিন দশক ধরে লড়াই করছে।</p> <p>এর আগে তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক কম্পানি তুর্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে ভয়াবহ হামলা চালানো হয়। এতে পাঁচজন নিহত ও ২২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী আলি ইয়ারলিকায়া। এর পরেই এ হামলার জন্য কুর্দদের দায়ি করে পাল্টা হামলা চালাল তুরস্ক।</p> <p>হামলার বিষয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বেআইনি সংগঠন কুর্দিশ ওয়ার্কার্স পার্টি(পিকেকে) সম্ভবত এই কাজ করেছে আক্রমণকারীদের চিহ্নিত করার কাজ চলছে। আঙুলের ছাপ পরীক্ষা করে দেখা হচ্ছে। শীঘ্রই আমরা বলতে পারব, কোন সংগঠন এই কাজ করেছে। কিন্তু যেভাবে এই আক্রমণ হয়েছে, তাতে মনে হচ্ছে, এটা পিকেকের কাজ।’ </p> <p>স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেছেন, ‘দুই হামলাকারী, একজন নারী  এবং একজন পুরুষকে নিষ্ক্রিয় করা হয়েছে। এই হামলায় সম্ভবত পিকেকে জড়িত ছিল।’</p> <p>প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলেরও পিকেকে-কেই দায়ী করেছেন। তিনি বলেছেন, 'আগেও পিকেকে দুর্বৃত্তদের প্রাপ্য শাস্তি দেয়া হয়েছে। তা সত্ত্বেও তাদের হুঁশ হয়নি। শেষ সন্ত্রাসীকে নিকেশ করা পর্যন্ত আমরা তাদের পিছু ছাড়ব না।’ </p> <p>উত্তর-পূর্ব সিরিয়ায় কর্মরত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জানিয়েছে, তুর্কি সামরিক বাহিনী আলেপ্পোর উত্তরে কোবানি শহর এবং তাল রিফাত শহরে গোলাবর্ষণ করেছে। </p> <p>এসডিএফ মিডিয়ার প্রধান ফরহাদ শামি বুধবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছেন, হামলায় দুই বেসামরিক লোক নিহত এবং ছয়জন আহত হয়েছে। এসডিএফ জেনারেল কমান্ডার মাজলুম আবদি এক্স-এ বলেছেন, ‘তুরস্ক নির্বিচারে এবং অযৌক্তিকভাবে আমাদের এলাকায় বেসামরিক পরিষেবা এবং স্বাস্থ্যকেন্দ্রকে লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে, এটি একটি যুদ্ধাপরাধ।’ </p> <p>ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলায়মানিয়াহ প্রদেশের মাওয়াত জেলার মেয়র কামিরান হাসান সিএনএনকে বলেছেন, ‘তুর্কি বিমান হামলায় মাউন্ট আসোসকে দুবার লক্ষ্যবস্তু করা হয়েছিল।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তুরস্কে প্রতিরক্ষা ও মহাকাশ সংস্থায় ‘সন্ত্রাসী হামলা’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/23/1729692519-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তুরস্কে প্রতিরক্ষা ও মহাকাশ সংস্থায় ‘সন্ত্রাসী হামলা’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/23/1438364" target="_blank"> </a></div> </div> <p>প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এক্স-এর একটি পোস্টে তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক কম্পানি তুর্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে হামলাকে ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট এরদোগান ব্রিকস সম্মেলনের জন্য রাশিয়া সফরে আছেন। </p> <p>টিভিতে সরাসরি সম্প্রচারিত মন্তব্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় তিনি একে ‘ভয়াবহ সন্ত্রাসী হামলা’  নিন্দা করেছেন। পরে তিনি এক্স-এ একটি দীর্ঘ বিবৃতি পোস্ট করে বলেছেন, ‘কোনো সন্ত্রাসী সংগঠন আমাদের নিরাপত্তাকে লক্ষ্য করে মন্দ কাজ  অর্জন করতে সক্ষম হবে না।’</p> <p>তুর্কি প্রেসিডেন্ট এরদোগান আরো বলেছেন, তার চূড়ান্ত লক্ষ্য পিকেকেকে নির্মূল করা। </p> <p>তুর্কি সীমান্তের কাছে উত্তর-পূর্ব সিরিয়ায় শক্তিশালী কুর্দি উপস্থিতি নিয়েও তুরস্ক দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিল। ২০১৯ সালে তুরস্কের সীমান্ত থেকে কুর্দি বাহিনীকে দূরে ঠেলে দেওয়ার লক্ষ্যে উত্তর-পূর্ব সিরিয়ায় একটি পরিকল্পিত সামরিক আক্রমণ শুরু করে। </p> <p>তুরস্কের ভাইস-প্রেসিডেন্ট সেভদেত ইলমাজ বলেছেন, তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষাবিষয়ক কম্পানিতে হামলায় নিহতদের মধ্যে চারজন  কর্মচারী এবং পঞ্চম একজন ট্যাক্সি ড্রাইভার। স্থানীয় গণমাধ্যম এর আগে জানিয়েছে, হামলাকারীরা তার গাড়িটি ছিনিয়ে নেওয়ার আগে ক্যাব চালককে হত্যা করে। হামলায় আহত ২২ জনের মধ্যে সাতজন বিশেষ অপারেশন বাহিনীর সদস্য।</p> <p>তুরস্কের একটি বৃহৎ অঞ্চলের ব্যবহারকারীরা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এক্স- এর মতো সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্যবহার করতে পারছে না। তুর্কি কর্তৃপক্ষ হামলার বিশদ বিবরণে যাতে প্রকাশ না পায় এ জন্য সাইটগুলো বন্ধ রেখেছে। </p> <p>তুরস্কের রেডিও এবং টিভি সুপ্রিম কাউন্সিলের সভাপতি ইবুবেকির সাহিন এই ঘটনার সঙ্গে সম্পর্কিত সকল ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা উচিত বলে সতর্ক করেছেন। ব্যবহারকারীদের ‘সন্ত্রাসবাদের উদ্দেশ্য পূরণ হবে’ এমন ছবি শেয়ার না করার জন্য অনুরোধ করেছেন তিনি।</p> <p>তুর্কিস এরোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরে (টিএআই) হলো তুরস্কের মহাকাশ শিল্পের একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বাণিজ্যিক ও সামরিক ব্যবহারের জন্য বিভিন্ন বিমানের নকশা, উন্নয়ন এবং তৈরি করে থাকে। এটি মার্কিন ডিজাইন করা এফ-১৬ যুদ্ধবিমানের লাইসেন্সপ্রাপ্ত নির্মাতা হিসেবে ন্যাটো সদস্য কর্তৃক মনোনীত কম্পানি। </p> <p>টিএআই তুর্কি সামরিক বাহিনীর জন্য পুরানো বিমানের আধুনিকীকরণেও ভূমিকা পালন করে। ফার্মের দুই প্রধান মালিক হলেন তুর্কি সশস্ত্র বাহিনী এবং তুরস্কের সরকারের একটি বেসামরিক বাহিনী। তাদের কাজ প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করা এবং সামরিক ক্রয় পরিচালনা করা।</p> <p>সূত্র : সিএনএন, বিবিসি</p>