<p>ইসরায়েলে ‘ওয়েস্ট নাইল’ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৯১৩ জন হয়েছে। গত জুন মাসে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এই ভাইরাসে আক্রান্ত মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল।</p> <p>সংক্রমিত মশার মাধ্যমে ওয়েস্ট নাইল ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। তবে আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে এই ভাইরাস ছড়ায় না। এ ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ লোকের কোনো লক্ষণ প্রকাশ পায় না। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ছুরি হামলায় চীনে জাপানি স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/19/1726721905-4b69c2e27800846d4e132ea608c2a660.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ছুরি হামলায় চীনে জাপানি স্কুলের এক শিক্ষার্থীর মৃত্যু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/09/19/1426856" target="_blank"> </a></div> </div> <p>প্রায় ২০ শতাংশ জ্বর, মাথা ব্যথা এবং শরীরের ব্যথাসহ বিভিন্ন উপসর্গ অনুভব করতে পারেন। সংক্রামিতদের মধ্যে ১ শতাংশেরও কম মানুষ সম্ভাব্য বিরল জটিলতা, যেমন মস্তিষ্কের তীব্র প্রদাহ বা মেনিনজাইটিসে আক্রান্ত হতে পারে। </p> <p>বয়স্ক ও দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হলে মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।</p> <p>সূত্র : টাইমস অব ইসরায়েল</p>