<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে আয়ারল্যান্ডের অর্থনীতিতে চরম সংকট দেখা দিয়েছে। আইরিশ অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রে করপোরেট করের হার কমানো এবং আমদানির ওপর শুল্ক আরোপের প্রতিশ্রুতি দেওয়ায় আইরিশ রপ্তানিতে ধস নামতে পারে। আয়ারল্যান্ডে প্রায় হাজারখানেক মার্কিন প্রতিষ্ঠান রয়েছে। এতে কর্মসংস্থান হয়েছে তিন লাখ ৮০ হাজারেরও বেশি কর্মীর। আইরিশ অর্থনীতিতে এসব কর্মীর অবদান ৪১ বিলিয়ন ইউরোরও বেশি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ট্রাম্প নির্বাচনী প্রচারে বলেছিলেন, করপোরেট করের হার ১৫ শতাংশে নামিয়ে আনবেন এবং আমদানির ওপর ১০ থেকে ২০ শতাংশ শুল্ক আরোপ করবেন। একই সঙ্গে মার্কিন বেশ কিছু প্রতিষ্ঠান আয়ারল্যান্ড থেকে দেশে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি।<br /> সূত্র : ডয়চে ভেলে, পলিটিকো</span></span></p> <p style="text-align:left"> </p>