<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ নবজাতকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতের ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক ঘটনাস্থলে যান। হাসপাতালে গিয়ে তিনি জানান, পরিবার-পরিজনদের সঙ্গে নিয়ে আমরা এখন শিশুগুলোর পরিচয় নিশ্চিত করছি। উচ্চস্তরীয় তদন্তের আদেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য প্রশাসন ও পুলিশ পৃথকভাবে তদন্ত করছে। পরে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে। আগুনে মারা যাওয়া ১০ শিশুর মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অগ্নিকাণ্ড থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ৩৭ শিশুকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তর প্রদেশের ঝাঁসির ওই হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা পৌঁছানোর আগেই নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটের (এনআইসিইউ) জানালা ভেঙে চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা রোগীদের অনেককে বাইরে বের করতে সক্ষম হন। অনেক শিশুকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝাঁসির চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট সচিন মহোর বলেছেন, অক্সিজেন কনসেনট্রেটরে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই অক্সিজেন কনসেনট্রেটরে আগুন লেগে যায়। ওই ঘরে অক্সিজেনের মাত্রা সব সময় বেশি রাখা হয়, তাই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঝাঁসির জেলা প্রশাসক অবিনাশ কুমার বলেন, আগুনের কারণ তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। বেশির ভাগ শিশুকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ মৃত শিশুদের পরিবারকে সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, ঝাঁসি মেডিক্যাল কলেজের এনআইসিইউতে আগুন লেগে শিশুদের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মৃতদের আত্মার শান্তি কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সূত্র : এনডিটিভি</span></span></p>