<p>বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরকে কেন্দ্র নিলাম করে নিলাম অনেক আগেই শেষ হয়েছে। আজ টুর্নামেন্টের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সূচি প্রকাশ করেছে।</p> <p style="text-align:center"><img alt="55" height="1000" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/Bhanu/Fixture_new-2025-Final.png" width="1000" /></p> <p>এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচ শুরু হবে ৩০ ডিসেম্বর। প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। একই দিনে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। দিনের ম্যাচ শুরু হবে ১টা ৩০ মিনিটে। আর রাতের ম্যাচ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। তবে শুক্রবারের দিনের ম্যাচ শুরু হবে ২টায়। আর রাতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।</p> <p><iframe frameborder="0" height="539" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbcbtigercricket%2Fvideos%2F586601250603384%2F&width=500&show_text=true&height=539&appId" style="border:none;overflow:hidden" width="500"></iframe></p> <p>৭ দলের বিপিএল হবে তিন ভেন্যুতে। শুরুটা ঢাকায় হয়ে সিলেটে যাবে দলগুলো। সিলেট পর্ব শেষে চট্টগ্রাম পর্ব শুরু। আর শেষটা ঢাকাতেই হবে। গ্রুপ পর্বের প্রথম ৮ ম্যাচ হবে মিরপুরে। সিলেটে হবে ১২ ম্যাচ। সমান ম্যাচ হবে চট্টগ্রামে। ফাইনালসহ বাকি সব ম্যাচ হবে ঢাকায়। ৭ ফেব্রুয়ারি বিপিএলের পর্দা নামবে।</p>