<p style="text-align:justify">জোরালো আলোচনা ছিল এবার ব্যালন ডি'অর পেতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। অনেক বিশেষজ্ঞরাও এগিয়ে রেখেছিলেন রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল তারকাকে। কিন্তু পুরস্কার দেওয়ার কয়েক ঘণ্টা আগে নাটকীয়ভাবে মোড় ঘুরে যায়। তাকে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নেন স্পেনকে ইউরো ও সিটিকে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জেতানো রদ্রি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রদ্রি ছাড়াও পুরস্কার জিতলেন যারা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730175325-cd2d2fb8dabf43f6ea16c43c2c7dec60.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রদ্রি ছাড়াও পুরস্কার জিতলেন যারা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/29/1440353" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ভিনিসিয়ুস ব্যালন ডি'অর পাচ্ছেন না, এটা অনুষ্ঠান শুরুর আগেই জেনে গিয়েছিল রিয়াল কর্তৃপক্ষ। তাই তারা প্যারিসের ব্যালন ডি’অরের অনুষ্ঠান বয়কট করে। রিয়ালের মতে, ব্যালন ডি’অরের বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। ‘পুরস্কার দেওয়ার যে মানদণ্ড, তার ওপর ভিত্তি করে বিজয়ী হিসেবে যদি ভিনিসিয়ুসকে বেছে না নেওয়া হয়, তাহলে একই মানদণ্ড বিচারে কারভাহালকে বিজয়ী করা করা উচিত। যেহেতু এমন কিছু হয়নি, তাই এটা পরিষ্কার যে ব্যালন ডি’অর-উয়েফা রিয়াল মাদ্রিদকে সম্মান করে না। আর যেখানে সম্মান নেই, রিয়াল মাদ্রিদ সেখানে যায় না।’</p> <p style="text-align:justify">রিয়ালের পক্ষ থেকে ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়া নিয়ে কথা বললেও চুপ ছিলেন ভিনিসিয়ুস। তবে এবার মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটা (ব্যালন ডি'অর) পেতে হলে আমাকে ১০ গুন ভালো করতে হবে। এটা আমাকে দিতে তারা প্রস্তুত নয়।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, মাহিদুলের অভিষেক, নেই লিটন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730173325-991db86c97b0fc10f5eb290df66a863b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, মাহিদুলের অভিষেক, নেই লিটন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/29/1440347" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না জেতায় প্রতিক্রিয়া জানিয়েছেন তার ক্লাব ও জাতীয় দলের সতীর্থরা। রিয়াল সতীর্থ ভালবার্দে লিখেছেন, ‘কোন পুরস্কারের সাধ্য নেই বলার তুমি কতটা ভালো। আমি শুধু খেলোয়াড় হিসেবে মাঠে তোমার ঝলকের কথা বলছি না, মাঠের বাইরেও । ভালোবাসি ভাই।’ চুয়ামেনি লিখেছেন, 'তুমি কি দিতে পার সেজন্য তারা প্রস্তুত নয়। আমরা সব জানি ভাই।' কামাভিঙ্গা প্রতিক্রিয়া দিয়েছেন এইভাবে, ‘'ফুটবল রাজনীতি' ,  আমার ভাই বিশ্বের সেরা খেলোয়াড়, কোন অ্যাওয়ার্ড অন্য কিছু বলবে না। ভালোবাসি ভাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/29/1730177803-fe5df232cafa4c4e0f1a0294418e5660.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/29/1440365" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ভিনির জাতীয় দলের সতীর্থ রিচার্লিসন লিখেছেন, ‘ভিনির ব্যালন ডি'অর না পাওয়া বিব্রতকর ব্যাপার। আজ যদি কেউ হেরে থাকে তাহলে ফুটবল হেরেছে। তুমি বিশ্বের সেরা ভাই। কোন ট্রফি এটা বদলাতে পারবে না। এগিয়ে যাও আর চুপ থেকো না। আমরা পাশে আছি।’</p> <p style="text-align:justify">গত মৌসুমে রিয়ালের হয়ে স্প্যানিশ লা লিগা, সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতেন ভিনিসিয়ুস। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক গোলসহ ৬ গোল করে হন আসরের সেরা খেলোয়াড়। লা লিগায় করেন ১৫ গোল। সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে করেন হ্যাটট্রিক। </p>