<p>জাকের আলী অনিক ছিটকে যাওয়ায় চট্টগ্রাম টেস্টে পরিবর্তন নিশ্চিতই ছিল বাংলাদেশ দলের। অভিষেক হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের। অসুস্থতার জন্য খেলা হচ্ছে না লিটন কুমার দাসের।</p> <p>সব মিলিয়ে আগের ম্যাচের একাদশ থেকে ৩টি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। জাকের, লিটনের সঙ্গে এই ম্যাচের একাদশে নেই অফ স্পিনার নাঈম হাসান।</p> <p><img alt="মীর ফরিদ" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/29/my1198/া্চিবক.jpg" width="1000" /></p> <p>জাকেরের পরিবর্তে সুযোগ পাওয়া মাহিদুল গতকাল রাতেই চট্টগ্রাম এসে পৌঁছেছেন। আজ তিনিই উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন। ঠাণ্ডা-জ্বর অনুভাব করা লিটনের জায়গায় একাদশে ফিরেছেন জাকির হাসান। মাহিদুলের মতো তিনিও জাতীয় ক্রিকেট লিগে খেলে গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন। এছাড়া নাঈমের জায়গায় খেলবেন ডানহাতি পেসার নাহিদ রানা।</p> <p>২ ম্যাচ সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশ সিরিজ বাঁচানোর এই ম্যাচে টস জিততে পারেনি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সফরকারীরা দুটি পরিবর্তন নিয়ে নামবে আজ।</p> <p>বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কন, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদ।<br />  </p> <p> </p> <p> </p>