<p>আন্তজার্তিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই দুর্দান্ত ছন্দে আছেন জাসপ্রিত বুমরাহ। দীর্ঘ ৮ বছরের ক্যারিয়ারে ধারাবাহিক পারফরম্যান্সে নিজেকে অনন্য এক পর্যায়ে তুলেছেন তিনি। তার পেসের সামনে ব্যাটারদের শিরদাঁড়া দিয়ে পানি নামার উপক্রম হয়। তাই অনেকেই তাকে বর্তমান সময়ের সেরা পেসার বলে মানেনও।</p> <p>তবে পাকিস্তানের উঠতি পেসার ইহসানউল্লাহ এ দলে নেই। তার মতে বুমরাহর থেকে ভালো বোলার স্বদেশি নাসিম শাহ। সম্প্রতি এক পডকাস্টে এমন সাহসী মতই দিয়েছেন পাকিস্তানের হয়ে সীমিত সংস্করণে সব মিলিয়ে ৫ ম্যাচ খেলা এই পেসার। তিনি বলেছেন, ‘যদি বুমরাহর সঙ্গে তুলনা করি তাহলে বলব বুমরাহর চেয়ে নাসিম শাহ ভালো বোলার।’</p> <p>এমনটা শোনার পর হোস্ট পুনরায় প্রশ্ন করেন যে, বুমরাহর সাম্প্রতিক ফর্ম এবং অর্জন বিবেচনায় নিয়ে কি আপনি বলছেন? তবে এরপর ইহসানউল্লাহ নিজের মতের পক্ষেই থাকেন। ২২ বছর বয়সী পেসার বলেছেন, ‘আপনি দেখেছেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নাসিম শাহ পারফরম্যান্স করেছে। এটা কোনো বিষয় নয়, যদি কেউ একজন এক বছর পারফারম্যান্স করতে না পারে। এখনও, তার চেয়ে নাসিম ভালো।’ </p> <p>দীর্ঘ ১৩ বছর পর কোনো বিশ্বকাপ জিতেছে ভারত। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অনবদ্য পারফরম্যান্স করেছেন জাসপ্রিত বুমরাহ। বলা যায়, তার দুর্দান্ত বোলিংয়েই দীর্ঘ খরা কাটিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ২ উইকেট নেওয়ার ম্যাচে শেষ দিকে যেভাবে বোলিং করে প্রতিপক্ষের জয় পাওয়া ম্যাচ ছিনিয়ে নিয়েছেন তা এক কথায় অবিশ্বাস্য।</p> <p>টুর্নামেন্ট ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরাও হয়েছেন বুমরাহ। অন্যদিকে নাসিম নিয়েছেন ৫ ‍উইকেট। আর তিন সংস্করণ মিলিয়ে ৫ বছরের ক্যারিয়ারে বেশ কয়েকবারই প্রতিভার ঝলক দেখালেও এখনো ধারাবাহিক পারফরম্যান্স করতে পারেননি ২১ বছর বয়সী পেসার। তবে পেস আর সুইংয়ে বিশ্ব ক্রিকেট শাসনের ইঙ্গিত দিয়ে রেখেছেন পাকিস্তানের উঠতি পেসার।</p>