<p>দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। জয়ের পরদিন আজ অনুশীলন সূচি নেই শ্রীলঙ্কার। তবে ঐচ্ছিক অনুশীলনে মাঠে এসেছে বাংলাদেশ।</p> <p>নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ নাঈম শেখ, তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় মাঠে এসেছেন। লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করছেন নাজমুল ও সৌম্য। নেটে দেখা মিলেছে মুশফিকুর রহিমের। তাকে বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। দুজনের কেউই অবশ্য টি টোয়েন্টি দলে নেই।</p> <p>তবে ওয়ানডে দলে আছেন তারা। চট্টগ্রামে ১৩ ফেব্রুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। মুশফিক-মিরাজ ছাড়াও ওয়ানডে স্কোয়াডের ওপেনার তানজিদ হাসান তামিম টি টোয়েন্টি দলের সঙ্গে আজ অনুশীলনে যোগ দিয়েছেন।</p> <figure class="image"><img alt="৫৫৫ " height="971" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/03/07/my1176/7c623801-41c4-41f4-b8ef-b499318560e6.jpg" width="1600" /> <figcaption><em><strong>অনুশীলনে মুশফিকুর রহিম। ছবিঃ মীর ফরিদ</strong></em></figcaption> </figure> <p>অনুশীলনে ব্যাটিং করার সময় কোমরে আঘাত পেয়েছেন ব্যাটার নাঈম শেখ। উড়ে আসা বল তাঁর কোমরের বাম পাশে লেগেছে। এরপর আর ব্যাটিং করেননি তিনি। সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে অবশ্য ডাগআউটে বসেই ম্যাচ দেখেছেন নাঈম। জায়গা পাননি একাদশে। </p> <p>ঐচ্ছিক অনুশীলনে বেশিরভাগ ক্রিকেটার না আসলেও কোচিং স্টাফের প্রায় সবাই এসেছেন। প্রধান কোচ চণ্ডিকা হাতুরাসিংহে, সহকারী কোচ নিক পোথাস, ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে দেখা গেছে। </p>