<p>ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর বিগত সরকারের নানা নৃশংসতার চিত্র প্রকাশ পাচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালানো হলে পরে আন্দোলটি সরকার পতনের একদফা দাবিতে রূপ নেয়।</p> <p>ছাত্র-জনতার এ আন্দোলনে সারা দেশে অনেক মানুষ নিহত হয়েছে। নিহত হওয়া শহীদের স্মরণে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও পৌর এলাকার সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও সদর উপজেলা শাখা।</p> <p>বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছির আরাফাত রাফি বলেন, ‘মানুষ ও প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃক্ষের ব্যাপক আবশ্যকতা রয়েছে। বৃক্ষ ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন, বৃক্ষের মাধ্যমেই শহীদের অস্তিত্ব আমাদের মাঝে বিরাজমান থাকবে।’</p> <p>তিনি আরো বলেন, ‘আমরা শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং যারা আহত হয়েছেন তাদের সবার দ্রুত সুস্থতা কামনা করছি।’</p> <p>ইয়াছির আরাফাত রাফি ছাড়াও কার্যক্রমে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সহসভাপতি লাবু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদিক হোসেন, কার্যকরী সদস্য মাসুদ, সম্রাট, মুজাহিদ, আনাস, সিয়াম, আলী, রাফি ও আতিকুর।</p>