<article> <p style="text-align: justify;">বসুন্ধরা একটি আবেগ ও ভালোবাসার নাম। এই গ্রুপের পরিচালনা পর্ষদের সবাই সুহূদ তথা হূদয়বান মানুষ। মানব সেবাই তাদের ব্রত। আমি যতই দেখি ততই পুলকিত হই।</p> </article> <article> <p style="text-align: justify;">বিগত কয়েক বছর ধরে তাদের কার্যক্রম প্রতিনিত দেখে বিমোহিত হয়েছি। অসাধারণ সব উদ্যোগ নিয়ে তারা প্রতিনিয়ত ছুটছে দরিদ্র-অসহায় মানুষদের দুয়ারে। করোনাকালে প্রায় পঞ্চাশ হাজার পরিবারকে এক মাসের খাদ্য সহায়তা প্রদান করেছে। কখনো ঘরহীন মানুষকে ঘর দিচ্ছে, আবার গ্রামীণ অসহায় নারীদের হাতে তুলে দিচ্ছে উপার্জনের অবলম্বন সেলাই মেশিন।</p> </article> <article> <p style="text-align: justify;">এসব কাজ অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে করছে তাদের মানবিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ। প্রতিবছরের মতো এবারও প্রচণ্ড শীতের মধ্যে বসুন্ধরা গ্রুপ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে। প্রতিষ্ঠানটির উদ্যোগে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলে কম্বল নিয়ে অসহায় মানুষের কাছে প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে। এ যেন ‘মানবতার ফেরিওয়ালা’।</p> </article> <article> <p style="text-align: justify;">সত্যি বসুন্ধরা গ্রুপ তাদের মানবিক কাজ দিয়ে অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে সত্যিকারের মানবতার  ফেরিওয়ালা হয়ে ধরা দিয়েছে। বসুন্ধরা গ্রুপের আত্মমানবতার সেবায় এসব কার্যক্রম প্রান্তিক পর্যায়ে পৌঁছে গেছে, যা সত্যি অতীব প্রশংসার দাবিদার। আগামীতেও এই ধারা অব্যাহত থাকুক—এটাই কামনা করছি। বসুন্ধরা গ্রুপের উত্তরোত্তর আরো সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।</p> <p style="text-align: justify;"><strong>এম ফরিদ আল হোসাইন, অধ্যক্ষ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর</strong></p> </article>