<p>আবহাওয়া এখন কিছুটা ঠাণ্ডা কিছুটা গরম। মৌসুমও বদলাচ্ছে। রাতের দিকে আবার ঠাণ্ডা ঠাণ্ডা হাওয়া বইছে। এই সময় অনেকেই বাচ্চাদের আইসক্রিম খেতে নিষেধ করেন। এই পরিস্থিতিতে আইসক্রিম খেলে সন্তানের ঠাণ্ডা লেগে যেতে পারে বলে মনে করেন অনেক বাবা-মা। তাই সন্তানকে আইসক্রিম খেতে দেন না। তবে সত্যিই কি এই মৌসুমে আইসক্রিম খেলে সন্তান অসুস্থ হতে পারে? তার উত্তর নিয়েই আজকের প্রতিবেদন। চলুন জেনে নেওয়া যাক।</p> <p>বেশির ভাগ মানুষই মনে করেন আইসক্রিম খেলে সর্দি-কাশি লেগে যাবে। অসুস্থ হয়ে পড়বে সন্তান। তবে এই ধারণা সম্পূর্ণ ভুল বলেই জানালেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, শীতল পরিবেশে ঠাণ্ড ঠাণ্ডা আইসক্রিম খেতে কোনো সমস্যা নেই। এর থেকে শরীরে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই প্রসঙ্গে তারা বিদেশে প্রচণ্ড শীতের মধ্যেও আইসক্রিম খাওয়ার উদাহরণ টানেন। তাই শীতকালে বা এই মৌসুম বদলের সময় সন্তানকে আইসক্রিম খাওয়ানোয় আদতে কোনো ক্ষতি নেই বলেই বিশেষজ্ঞরা জানিয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মৌসুমি বায়ু বিদায় শুরু, বৃষ্টি নিয়ে নতুন বার্তা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728664136-412a45e6483a3ea08e109b2149fdf6cf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মৌসুমি বায়ু বিদায় শুরু, বৃষ্টি নিয়ে নতুন বার্তা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/11/1434147" target="_blank"> </a></div> </div> <p><strong>যে সময় আইসক্রিম দেবেন না</strong></p> <p>প্রচণ্ড গরমে ঘর্মাক্ত অবস্থায় সন্তানকে আইসক্রিম খেতে দেবেন না। এ পরিস্থিতিতে ঠাণ্ডা আইসক্রিমে কামড় দিলে গলায় কোল্ড ইনজুরি হতে পারে। তা থেকে সন্তানের ঠাণ্ডা লাগার আশঙ্কা থেকে যায় বলে জানালেন শিশুরোগ বিশেষজ্ঞরা। তাই আইসক্রিম সব সময় খেতে হবে ঠাণ্ডা পরিবেশে। ঘামতে ঘামতে আইসক্রিম খেলে ক্ষতির আশঙ্কাই বেশি থাকে।</p> <p><strong>যেমন আইসক্রিম খাওয়াবেন</strong></p> <p>আইসক্রিম দেওয়ার আগে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে বাবা-মায়েদের। যেমন আইসক্রিম যেন একেবারে জমাট বরফ না হয়। এতে ক্রিম বেশি এবং বরফ কম থাকলেই ভালো। তাতে আইসক্রিমে কামড় দিলেই দাঁত শিরশির করে উঠবে না। কোল্ড ইনজুরির সম্ভাবনাও কমবে। আর বাচ্চারাও উপভোগ করে সেই আইসক্রিম খেতে পারবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সন্তানের মুখে ঘা, দূর করবেন যেভাবে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728145767-d8fdf7e9a429ed18949142875ecc4213.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সন্তানের মুখে ঘা, দূর করবেন যেভাবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/10/05/1432131" target="_blank"> </a></div> </div> <p><strong>যেসব বিষয় খেয়াল রাখবেন</strong></p> <p>সন্তানকে আইসক্রিম খেতে দেওয়ার আগে তার মান দেখে নেওয়া জরুরি। ভালো ব্র্যান্ডের আইসক্রিমই সব সময় বেছে নিবেন। কারণ সঠিক পদ্ধতি এবং হাইজিন মেনে আইসক্রিম না বানানো হলে বিপদ। কারণ তা থেকে একাধিক রোগ হতে পারে বলে জানিয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞরা। আসলে দুধ জমাট বাঁধিয়েই তো আইসক্রিম তৈরি হয়। সেই দুধ খারাপ হয়ে থাকলে এবং তার আইসক্রিম খেলে অনেক রোগ পিছু নিতে পারে। এর থেকে ডায়ারিয়া, খাদ্যে বিষক্রিয়া, হেপাটাইটিস, জন্ডিস ও টাইফয়েড হওয়ার ঝুঁকি থেকে যায়। তাই স্থানীয় কোনো কম্পানির আইসক্রিম দেওয়ার আগে দুবার ভাববেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সন্তানের সফলতার জন্য যে দক্ষতা গড়ে তুলবেন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/02/1727877977-f09301a8a57014355c6d643485175e51.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সন্তানের সফলতার জন্য যে দক্ষতা গড়ে তুলবেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/10/02/1431140" target="_blank"> </a></div> </div> <p>আর দাঁতের স্বাস্থ্যের কথা ভেবে আইসক্রিম খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাইয়ে দিতে হবে সন্তানদের। তাতেই দাঁতের ক্ষতিও আটকানো যাবে। এ ছাড়া মাথায় রাখতে হবে, আইসক্রিমের কারণে ওবেসিটি হতে পারে। তাই যেসব শিশুর ওজন বেশির দিকে, তাদের আইসক্রিম কম দেওয়াই ভালো।</p> <p>সূত্র : এই সময়</p>