<p>সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার বসবে উৎসবের চতুর্থ আসর। তার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত করা হবে বলিউড ও হলিউডের দুই সুপারস্টার আমির খান ও এমিলি ব্লান্টকে। আগামী ৫ ডিসেম্বর এই অনুষ্ঠানের উদ্বোধন হবে। উৎসব চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।</p> <p>৫ ডিসেম্বর উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত করা হবে আমির খান ও এমিলি ব্লান্টকে। আমির খান স্বীকৃতি পাচ্ছেন ‘দঙ্গল’ সিনেমার জন্য, আর এমিলি পাচ্ছেন ‘ওপেনহাইমার’ সিনেমার জন্য। শুধু তা-ই নয়, দুই তারকাই দীর্ঘ সফল ক্যারিয়ার গড়ার কারণেও এই সম্মাননা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। </p> <p>এই খবরে আমির খান বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘চলচ্চিত্র আমার জীবনের ভালোবাসা। চলচ্চিত্রের একজন কর্মী হিসেবে বিশ্বজুড়ে অসাধারণ শিল্পীদের পরিবারের একজন হয়ে উঠতে পারা আমার জন্য অনেক সম্মানের বিষয়। রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দ্বারা সম্মানিত হওয়া আমার কাছে গর্বের। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে, অন্যদের থেকে শিখতে এবং একসঙ্গে গল্প করতে সব সময় আগ্রহী।’</p> <p>এমিলি ব্লান্ট বলেন, ‘রেড সি ফিল্ম ফেস্টিভালে যোগ দেওয়ার অপেক্ষায় আছি। এই বছরের সম্মানিতদের একজন হতে পেরে কৃতজ্ঞ। আমি এই উৎসবে চলচ্চিত্রের নতুন এবং তরুণ প্রতিভাদের জন্য যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে তার প্রতি খুবই উৎসাহী। বিশেষ করে তারা চলচ্চিত্রে নারীদের ক্ষমতায়ন এবং তাদের কণ্ঠস্বর তুলে ধরার ভূমিকাকে মন থেকে প্রশংসা করি।’</p> <p>উৎসবে আমির ও এমিলি উৎসবের ‘ইন কনভার্সেশন উইথ’ সেশনেও অংশ নেবেন। সেখানে তারা বিশ্বব্যাপী অতিথিদের সঙ্গে তাদের ক্যারিয়ার, কাজ এবং চলচ্চিত্র সম্পর্কিত অভিজ্ঞতা ভাগ করবেন। উৎসবে আরো সম্মাননা পাবেন ভায়োলা ডেভিস ও মোনা জাকি।</p>