<p><span style="font-size:18px">পাকিস্তানি টিকটক তারকা মরিয়ম ফয়সালের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেশটির একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সাম্প্রতিক সময়ে একাধিক পাকিস্তানি তারকার ভিডিও ভাইরালের ঘটনা ঘটল।</span></p> <p><span style="font-size:18px">পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, মরিয়মের কথিত ছবি ও ভিডিও এক্স (সাবেক টুইটার) ও হোয়াটসঅ্যাপ গ্রুপে কে বা কারা যেন ছড়িয়ে দিয়েছে। ভিডিওতে তাকে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে। যদিও কেউ কেউ বলছেন, এটি ‘এআই’ প্রযুক্তিতে বানানো। তবে নেটিজেনদের অনেকাংশই বলছেন যে ভিডিওটি আসল।</span></p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><span style="font-size:18px"><strong>আরো পড়ুন</strong></span> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><span style="font-size:18px"><img alt="মান্নাকে স্মরণ করে যা বললেন শ্রাবন্তী" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/03/1733212502-8853bc12792b77774c84b177e7b8d05f.png" width="100" /></span></div> <div class="col-8 col-md-9"> <p><span style="font-size:18px">মান্নাকে স্মরণ করে যা বললেন শ্রাবন্তী</span></p> </div> </div> </div> <span style="font-size:18px"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/03/1453366" target="_blank"> </a></span> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আগুন লাগিয়ে সাবেক প্রেমিককে হত্যা, নার্গিস ফাখরির বোন গ্রেপ্তার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/03/1733210700-270d8b1734d7be0b00d3be12d1fedada.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আগুন লাগিয়ে সাবেক প্রেমিককে হত্যা, নার্গিস ফাখরির বোন গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/03/1453364" target="_blank"> </a></div> </div> </div> </div> <p><span style="font-size:18px">চলতি বছর শেষ কয়েক মাসের মধ্যে অন্তত পাঁচজন পাকিস্তানি টিকটক তারকার ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উদ্বেগের তৈরি হয়েছে দেশটিতে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারসহ অন্য তারকারাও উদ্বিগ্ন। কেউ কেউ আবার এসব ঘটনার পর অনলাইন প্ল্যাটফরম থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে।</span></p> <p><span style="font-size:18px">গত মার্চেই পাকিস্তানের বিখ্যাত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা হারিম শাহর বাথরুম দৃশ্যের একটি ছোট্ট ভিডিও ফাঁস হয়। পরবর্তী সময়ে টিকটকার মিনাহিল মালিক এবং ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা ইমশা রেহমানের ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়। এ ছাড়া মাথিরা খান ও কানওয়াল আফতাবের ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন মাধ্যমে।</span></p> <p><span style="font-size:18px">এদিকে দেশটিতে ক্রমশ তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিজেদের একান্ত বিষয়গুলো এভাবে ফাঁস হওয়ায় সামাজিকভাবে হেনস্তার মুখে পড়ছেন টিকটক তারকারা। এমনকি মানসিকভাবে ভেঙেও পড়ছেন অনেকে। এ অবস্থায় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।</span></p> <p><span style="font-size:18px">এসব ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় এখনো দোষীদের সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি এ ব্যাপারে এখনো কোনো কথা বলেননি টিকটকার মরিয়ম। তবে কারা ভিডিও ফাঁসের সঙ্গে জড়িত তা এখনো বের করা সম্ভব হয়নি। তৎপর রয়েছে পাকিস্তানি পুলিশ। চলছে জোর তদন্ত।</span></p>