<p style="text-align:justify">রাজধানী ঢাকার অন্যতম বেসরকারি বৃত্তি প্রকল্প দ্য স্কলারস ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বৃত্তি পরীক্ষা। এতে অংশগ্রহণ করে স্কুল-মাদরাসার (৩য়-১০ম) শ্রেণির প্রায় ৩ হাজার ছাত্র-ছাত্রী।</p> <p style="text-align:justify">এতে শতাধিক হল পরিদর্শক ও তিন শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এ ছাড়া সার্বক্ষণিক তদারকিতে ছিলেন কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র-সচিবসহ বিভাগীয় পরিচালকরা।</p> <p style="text-align:justify">আমন্ত্রিত মেহমান হিসেবে কেন্দ্র পরিদর্শন করেন দ্য স্কলারস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার, ফাউন্ডেশনের সাবেক সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম এবং ফাউন্ডেশনের বর্তমান পরিচালক মোজাফফর হোসেন। </p> <p style="text-align:justify">এতে আরো উপস্থিত ছিলেন সাবেক পরিচালক অহিদুল ইসলাম আকিক, সোহেল রানা মিঠু, আবুল খায়ের আজাদ ও বর্তমান সদস্য সচিব আসিফ আব্দুল্লাহসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।</p> <p style="text-align:justify">ফাউন্ডেশনের পরিচালক মোজাফফর হোসেন বলেন, রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় তিন সহস্র ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সবার সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।</p> <p style="text-align:justify">ভাইস চেয়ারম্যান আবুল বাশার বলেন, বিগত দিনে শিক্ষা ক্ষেত্রে স্কলারসের অবদান এবং ধারাবাহিক সফলতা আমাদের জন্য আশা জাগানিয়া। জ্ঞানের উৎকর্ষ সাধনের পাশাপাশি নৈতিকতা সম্পন্ন জাতি গঠনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি।</p> <p style="text-align:justify">উল্লেখ্য, ‘টু লিড দ্য ওয়ার্ল্ড বি অ্যা স্কোলার’-এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৫ সালে ‘দ্য স্কলারস ফাউন্ডেশন’ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর বৃত্তি পরীক্ষাসহ নানা শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করে আসছে।</p>