<p>রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোজাহিদ (৫) এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার ধনাশালা দক্ষিনপাড়া পীরগঞ্জ-চতরা সড়কে এ ঘটনা ঘটে। নিহত মোজাহিদ ওই গ্রামের তাহেরুল ইসলামের ছেলে।</p> <p>স্থানীয়রা জানান, পীরগঞ্জ-চতরা ইট পরিবহনকারী একটি মিশুক চতরা অভিমুখে যাচ্ছিল। এ সময় মোজাহিদ হঠাৎ রাস্তা পারাপারের সময় মিশুক গাড়িটির সামনে পড়ে গেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।</p>