<p>চট্টগ্রাম আদালত এলাকায় পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার মামলায় ১২ আসামিকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।</p> <p>বুধবার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন হাসান শাহরিয়ারের আদালত এই আদেশ দিয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : উপদেষ্টা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733301013-45fca35bf2e29ddb2e49305da1c813d6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/12/04/1453753" target="_blank"> </a></div> </div> <p>রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- আমান দাস, নয়ন দাস, গগন দাস, রুমিত দাস, সুমিত দাস, সনু দাস মেথর, অজয় সূত্রধর চৌধুরী, বিশাল দাস, রাজেশ দাস, সুমন দাস, দুর্লভ দাস ও জয় নাথ।</p> <p>চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান বলেন, পুলিশের কাজে বাধা দান ও হামলার মামলায় ১২ আসামিকে আদালতে হাজির করে কোতোয়ালী থানা পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারত মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : ফখরুল" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/04/1733300012-f446d83cd30e202f6e9153090c1a9252.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারত মিথ্যা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে : ফখরুল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/04/1453751" target="_blank"> </a></div> </div> <p><br />  <br /> এর আগে গত মঙ্গলবার ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তার ভক্ত-অনুসারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এইসময় চিন্ময় অনুসারীদের হামলায় সাইফুল ইসলাম আফিল নামে এক আইনজীবী নিহত হন। তার মৃত্যুর জন্য ইসকন সদস্যদের দায়ী করেছেন আইনজীবীরা। এই ঘটনায় পুলিশের ওপর হামলা, কাজে বাধাদানের অভিযোগে পুলিশ বাদী হয়ে গত বুধবার কোতোয়ালী থানায় তিনটি মামলা করেছে। এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১ হাজার ৪০০ জনকে আসামি করা হয়। এই পর্যন্ত এসব মামলায় মোট গ্রেপ্তার করা হয়েছে ৩৯ জনকে।<br />  <br /> এইদিকে, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে নিহতের পরিবার মামলা করেছে। হত্যাকাণ্ডে শনিবার নগরের কোতোয়ালী থানায় এই মামলা দায়ের করেছেন আলিফের বাবা জামাল উদ্দিন। মামলায় এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগে ১১৬ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাই শনিবার কোতোয়ালী থানায় আরও একটি মামলা দায়ের করেন।</p>