<p>চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্ত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে মো. নাজির উদ্দিন কার্তিক (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তিনি ভারতের বিহার রাজ্যের কাঠিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে।</p> <p>গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মঙ্গলবার নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) আওতাধীন গোমস্তাপুরের বাংগাবাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহল দল সীমান্ত পিলার ২০৪/এমপি হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজার এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় সন্দেহজনক গতিবিধির কারণে নাজিরকে আটক করে।</p> <p>এ সময় জিজ্ঞাসাবাদে তিনি ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন। তিনি আরো বলেন, ১০/১২ দিন আগে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তবে তিনি বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত পাসপোর্ট বা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাকে তল্লাশি করে ১০ ভারতীয় রুপী ও বাংলাদেশি আড়াই শ টাকা নগদ পাওয়া যায়। অধিকতর জিজ্ঞাসাবাদে তার উত্তর অসংলগ্ন ও সন্দেহজনক হওয়ায় এবং কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞসাবাদ শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p> <p>মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ১৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাদিকুর রহমান বলেন, ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে কিছুটা মানসিক সমস্যাগ্রস্ত বলে মনে হয়। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।</p>