<p>নীলফামারীর সৈয়দপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মো. শামীম খান (৩৫) নামের এক পশু চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ধর্ষণের শিকার গৃহবধূ নিজে বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলা করার পরপরই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।</p> <p>অভিযুক্ত পশু চিকিৎসক মো. শামীম খান সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষ্মণপুর পাঠানপাড়ার মো. ইসলাম খানের ছেলে।</p> <p>মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিুযক্ত শামীম বিভিন্ন গ্রামে গিয়ে গবাদি পশুর চিকিৎসাসেবা দিয়ে থাকেন। ভুক্তভোগী গৃহবধূর বাড়িতে ফ্রিজিয়ান গরু ও বাছুর থাকায় তার বাড়িতেও প্রায় সময় যেতেন। গত ৪ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে শামীম গরুর জন্য ওষুধ দেওয়ার কথা বলে ওই গৃহবধূকে মোবাইল ফোনে বাড়ি পাশের সড়কে ডেকে নেন। সেখানে গেলে গৃহবধূকে পান খেতে দেন শামীম। সেই পান খাওয়ার পরপরই অসুস্থ অনুভব করেন তিনি। পরে তাকে ডাক্তার দেখানোর কথা বলে পশু চিকিৎসক তার মোটরসাইকেলে তুলে নেন। এরপর তাকে মোটরসাইকেলে করে পাশের এলাকায় নিয়ে যান। সেখানে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে তাকে মোটরসাইকেলে করে পূর্বের জায়গায় রেখে যান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যশোরে আলোচিত আনিসুর হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731152046-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যশোরে আলোচিত আনিসুর হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/09/1444617" target="_blank"> </a></div> </div> <p>এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ নিজে বাদী হয়ে ৭ নভেম্বর রাতে সৈয়দপুর থানায় শামীম খানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার করার পরপরই সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল হামিদ আসামি শামীম খানকে শহরের নিয়ামতপুর আদানি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করেন।</p> <p>সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আকতার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।</p>