<p>শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক (২৫) নামের এক যুবকের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও নিহতের স্বজনদের উপস্থিতিতে ওই মরদেহ হস্তান্তর করা হয়।  <br /> নিহত এরশাদুল কুড়িগ্রামের উলিপুর উপজেলার আপুয়ার খাতা গ্রামের মজিবর রহমানের ছেলে।</p> <p>পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত ৫ অক্টোবর বাড়ি থেকে বাজারে যান এরশাদুল। ওই রাতেই উলিপুর সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যান তিনি। সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান এরশাদুল। এদিকে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উলিপুর থানায় সাধারণ ডায়েরি করে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মরদেহের ছবি ছড়িয়ে পড়ে। ছবিটি দেখে এরশাদুলের পরিবার বিভিন্ন মাধ্যমে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করে। এক পর্যায়ে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ওই মরদেহ গ্রহণ করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ ৩১% কমিয়েছে বাংলাদেশিরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/15/1731645625-6a8ad7f89749082d247bc991aea441aa.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতে গিয়ে ক্রেডিট কার্ডে খরচ ৩১% কমিয়েছে বাংলাদেশিরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/15/1446868" target="_blank"> </a></div> </div> <p>বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। পরে নিহতের ভাইয়ের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।</p>