<p style="text-align:justify">ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন ঊর্মি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শামীম শেখের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত এক ছাত্রদল নেতা। মো. মিনহাজুল ইসলাম নামের বহিষ্কৃত ওই ছাত্রদল নেতা দাবি করেছেন, কেন্দ্রীয় ওই দুই ছাত্রদল নেতা বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টরে সুবিধা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন। তিনি তার বিরোধিতা করায় কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে বহিষ্কার করানো হয়েছে।</p> <p style="text-align:justify">আজ শনিবার দুপুর ১২টায় বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ছাত্রদল থেকে সদ্য বহিষ্কৃত মিনহাজুল ইসলাম।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রিমান্ড শেষে মেনন-ইনু-পলককে কারাগারে পাঠালেন আদালত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731139258-ff6138cb8b27392b98394789ec2491a1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রিমান্ড শেষে মেনন-ইনু-পলককে কারাগারে পাঠালেন আদালত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/09/1444562" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">মিনহাজুল ইসলাম লিখিত বক্তব্যে দাবি করেন, তিনি ও তার সহপাঠী গোলাম রাব্বানীকে গত ৮ নভেম্বর রাতে ফোন দিয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক শামীম শেখ মেরে ফেলার হুমকি দেয়। এ সময় তিনি তার শ্যালিকা ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন ঊর্মির পক্ষাবলম্বন করে বলেন, ঊর্মির সঙ্গে লাগতে গেলে কেউ টিকতে পারবে না। </p> <p style="text-align:justify">মিনহাজ দাবি করেন, ঊর্মি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও বিভিন্ন কর্মকাণ্ডে তিনি বিতর্কিত। ৫ আগস্টের পর থেকে তিনি ব্যাপক হারে বিতর্কিত কর্মকাণ্ড শুরু করেন বরিশাল বিশ্ববিদ্যালযয়ে। এর বিরোধিতা করার কারণেই তার সঙ্গে দ্বন্দ্ব হয় উর্মির। এ ঘটনায় তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় সাধারণ ডায়েরি ও করেছেন উর্মির বিরুদ্ধে। এতে ঊর্মি তার ভগ্নিপতি কেন্দ্রীয় ছাত্রদল নেতাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় সংসদকে ভুল বুঝিয়ে তাকে বহিষ্কার করায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১ জানুয়ারি থেকে স্মার্ট কার্ডে মিলবে টিসিবির পণ্য" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731139329-d087154fe3fdcfc847b4ea24911ea145.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১ জানুয়ারি থেকে স্মার্ট কার্ডে মিলবে টিসিবির পণ্য</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/09/1444558" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন ঊর্মি এই অভিযোগগুলো অস্বীকার করেছেন। তিনি বলেন, যারা সংবাদ সম্মেলন করেছেন তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। চাঁদাবাজির অভিযোগে কেন্দ্রীয় সংসদ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।</p>