<p>শরীয়তপুরের গোসাইরহাট পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ৩ হাজার ৫০০ মণ পাট পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউনের মালিক ব্যবসায়ীদের।</p> <p>আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।</p> <p>অগ্নিকাণ্ডে বাদল ট্রেডাস, আব্দুল ট্রেডার্স, সামসুল ট্রেডার্স, সবল ট্রেডমার্ক, ভুট্টার গোডাউন, আলা উদ্দিন ট্রেডার্স, বিল্লাল ট্রেডাসসহ ১৭টি দোকান ও গোডাউন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কর্মস্থল ফাঁকা রেখে তারা কাজ করেন অন্যত্র, মাসে মাসে নিয়ে যান বেতন-ভাতা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730965850-ddbac6792a98673cf32000e4509a6361.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কর্মস্থল ফাঁকা রেখে তারা কাজ করেন অন্যত্র, মাসে মাসে নিয়ে যান বেতন-ভাতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/07/1443839" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়, পাট ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার গোসাইরহাট বাজারের কাঠপট্টি এলাকায় ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। এ ছাড়া স্থানীয় ব্যবসায়ীরা আগুন নেভানোর জন্য বালতি নিয়ে নেমে পড়েন। গোডাউনে অনেক পাট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ১৭টি গোডাউনে আগুন লাগে যায়। তীব্রতা বেশি থাকায় আগুন নেভাতে পারছিল না স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনে থাকা পাট, সয়াবিন, মরিচ, কালিজিরা ও টিন পুড়ে ছাই হয়ে যায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কর্মস্থল ফাঁকা রেখে তারা কাজ করেন অন্যত্র, মাসে মাসে নিয়ে যান বেতন-ভাতা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730965850-ddbac6792a98673cf32000e4509a6361.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কর্মস্থল ফাঁকা রেখে তারা কাজ করেন অন্যত্র, মাসে মাসে নিয়ে যান বেতন-ভাতা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/07/1443839" target="_blank"> </a></div> </div> <p>ক্ষতিগ্রস্ত আবু বকর সিদ্দিক বলেন, ‘আগুন কোথা থেকে বা কিভাবে লেগেছে কিছুই জানি না। আমাকে ফোন করে খবর যে আমার গোডাউনে আগুন লেগেছে। আমি দ্রুত ছুটে আসি। আমার গোডাউন ছিল ২টি এতে প্রায় ৫০০ মণ পাট ছিল। আমু ছাড়া ১৬ গতিকে ১৮টি গোডাউনের পাট পুড়ে ছাই হয়ে গেছে।’</p> <p>গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিল্টন মণ্ডল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে চলে আসি। আমরা তিন ঘণ্টার চেষ্টায় পানি নিয়ন্ত্রণে এনেছি। এখনো আগুন লাগার কারণ জানতে পারিনি। তদন্তের পর বিষয়টি জানা যাবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সেনাবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ বিএনপি নেতা আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730960220-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সেনাবাহিনীর অভিযানে পিস্তল-গুলিসহ বিএনপি নেতা আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/07/1443813" target="_blank"> </a></div> </div> <p>আগুনের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহম্মাদ আশরাফ উদ্দিন ও গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদ।</p>