<p style="text-align:justify">চট্টগ্রামের পটিয়ায় জামায়াতের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় যুবলীগ নেতা মো. মহিউদ্দিনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মহিউদ্দিন পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের আহমদ ছফার ছেলে এবং কেলিশহর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। </p> <p style="text-align:justify">পটিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি টিম পৌরসভার বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি রেস্টুরেন্ট থেকে যুবলীগ নেতা মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।</p> <p style="text-align:justify">প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, গত ৪ আগস্ট পটিয়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এলাকায় দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র দ্বারা ভিকটিমদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে শরীরের বিভিন্নস্থানে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। গত তিন মাস ধরে সে আত্মগোপন ছিল। বুধবার বিকেলে তাকে জামায়াতের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। </p> <p style="text-align:justify">পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ভাঙচুর, গুলি চালিয়ে হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা মহিউদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। </p>