<p>কুমিল্লার লালমাইয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রীর লাঠির আঘাতে এজাহার উদ্দিন বাবলা (১৯) নামের এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হত্যার পর আলামত গোপন করে স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজান স্ত্রী জান্নাতুল নাঈম। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১১টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের কামরুল হাসানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।</p> <p>এ ঘটনায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং নিহতের স্ত্রী জান্নাতুল নাঈমকে আটক করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুমিল্লায় রাতের আঁধারে ভরাট হচ্ছিল পুকুর, অভিযান-জরিমানা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/24/1729736208-ebf7c1219302b5b288aba8fc7ca4be7a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুমিল্লায় রাতের আঁধারে ভরাট হচ্ছিল পুকুর, অভিযান-জরিমানা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/24/1438574" target="_blank"> </a></div> </div> <p>নিহত এজাহার উদ্দিন বাবলা সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার চন্ডীপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। তিনি লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের ইমন হোসেনের ডেইরি ফার্মে কাজ করতেন। এক বছর আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভুলুয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে জান্নাতুল নাঈমকে বিয়ে করেন বাবলা।</p> <p>বাবলার পাশের কক্ষের ভাড়াটিয়া রবিউল ইসলাম বলেন, ‘এই দম্পতি এক সপ্তাহ আগে কক্ষটি ভাড়া নেন। শনিবার রাত ১১টায় বাবলার স্ত্রী আমাদের ডেকে তাদের কক্ষে নিয়ে যান। আমরা গিয়ে দেখি বাবলার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি আমাদের বলেছেন যে তার স্বামী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।’</p> <p>নিহতের ভাই রায়হান উদ্দিন বলেন, ‘আমার ভাইকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে তার স্ত্রী। এই হত্যাকাণ্ডের বিচার চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আন্ত জেলা ডাকাতদলের সদস্য গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/22/1729597864-d0968ad7e931aced767f9c87f46f84bc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আন্ত জেলা ডাকাতদলের সদস্য গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/22/1437940" target="_blank"> </a></div> </div> <p>লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রায়হান বাদী হয়ে লালমাই থানায় মামলা রুজু করেছেন।</p>