<p style="text-align:justify">দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল। এ বন্দরের বিপরীতে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাপোল। রবিবার (২৭ অক্টোবর) পেট্রাপোলে আধুনিক মানের পেসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে কারণে আজ শনিবার দুপুর থেকে রবিবার পর্যন্ত দুই দিনের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকছে।</p> <p style="text-align:justify">এর আগে গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পেট্রাপোলে টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। তবে ঘূর্ণিঝড় দানার কারণে তা পেছানো হয়। অমিত শাহর নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে শনিবার ও রবিবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা চিঠি মারফত জানান পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক কমলেশ শাহীন। শনিবার এ তথ্য জানান বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/26/1729944985-e066fa66974ca1aedb5d2dcdfd67ff24.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/26/1439379" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আজ শনিবার সকাল থেকে রবিবার পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ কথা ছিল। তবে পেট্রাপোল বন্দরে পণ্যজটের কারণে আজ শনিবার দুপুর ১টা পর্যন্ত বাণিজ্য চালু রাখা হয়েছে। দুপুরের পর থেকে রবিবার পর্যন্ত আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম চলবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’</p> <p style="text-align:justify">ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত সীমান্তে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোলে পেসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসছেন। তার সার্বিক নিরাপত্তার স্বার্থে শনিবার দুপুরের পর থেকে রবিবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। সোমবার সকাল থেকে পুরোদমে আমদানি-রপ্তানি চলবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘নিষিদ্ধ সংগঠনের নামে মিছিল করলেই তাদের গ্রেপ্তার করা হবে’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/26/1729943879-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘নিষিদ্ধ সংগঠনের নামে মিছিল করলেই তাদের গ্রেপ্তার করা হবে’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/26/1439375" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি জানান, অমিত শাহের আগমন উপলক্ষে গোটা পেট্রাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারতীয় বিএসএফ ও পুলিশ বাহিনীকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। সাথে ডগ স্কোয়ার্ড বাহিনীও রয়েছে। পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।</p>