<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উদ্বোধনের এক বছর সাত মাস পার হলেও চালু হয়নি বেনাপোলের পৌর বাস টার্মিনাল। অকেজো হয়ে পড়ে আছে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনাল। এতে বেনাপোল বন্দরে বাড়ছে যানজট। ভোগান্তি পোহাতে হচ্ছে ভারতগামী পাসপোর্ট যাত্রী ও বেনাপোল পৌরবাসীদের। ব্যাহত হচ্ছে ভারত-বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেনাপোল পৌরসভার তথ্য মতে, ২০১৮ সালের মে মাসে পৌর শহরের আমড়াখালীতে পাঁচ একর জমিতে ১৬ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। কিন্তু ২০২৩ সালের ৪ মার্চ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধন করার পরও অজ্ঞাত কারণে আজও এর কোনো কার্যক্রম শুরু হয়নি। টার্মিনালটিতে বিশ্রামাগার, টয়লেট, পুলিশ বক্স, যাত্রীদের জন্য বসার ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় নষ্ট ও অকেজো হতে চলেছে ভবনের নানা অংশ। গ্লাসগুলো ভেঙে পড়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে বাস টার্মিনালের অভাবে মহাসড়কের ওপর পার্কিং করা হচ্ছে বাস। এতে যানজট ও দুর্ঘটনা ঘটছে। সেবাবঞ্চিত হচ্ছেন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের দেশ-বিদেশের যাত্রীরা। যাত্রীসেবা নিশ্চিত করতে বাস টার্মিনালটি দ্রুত চালুর আহবান ভুক্তভোগীদের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যশোর মিনিবাস মালিক সমিতির সভাপতি মুসলিম উদ্দীন পাপ্পু বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই টার্মিনালটি কেন চালু হচ্ছে না, তা আমাদের অজানা। বাস টার্মিনাল চালু হলে সেখানে পাঁচ শতাধিক পরিবহন ও লোকাল বাস রাখবেন চালকরা।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই বিষয়ে জেলা প্রশাসক বরাবর কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। তিনি আমাদের দ্রুত টার্মিনালটি চালু করার জন্য নির্দেশনা দিয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>