<p>সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গৃহবধূ হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২০ অক্টোবর) আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় দেন। </p> <p>এ ছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত চাঁদ মিয়া (৪০) উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত কালু সরদারের ছেলে।</p> <p>আদালতের পেশকার মনোয়ারুল ইসলাম মামলার বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে ২০১১ সালের ৩১ জুলাই রাতে চাঁদ মিয়া তার স্ত্রী তাহমিনাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করায় জখম হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উল্লাপাড়া কমিউনিটি হাসপাতাল এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট তিনি মারা যান। এ ঘটনায় তাহমিনার বাবা হানিফ আলী মোল্লা বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় হত্যা মামলা করেন।</p>