<p>সড়কের জমি দখল করে ভবন নির্মাণ ও পৈত্রিক জমি দখলের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল সাদেক আলীর বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও ওই এলাকার বাসিন্দারা।</p> <p>সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে ওই ওয়ার্ডের কয়েক শ লোকজন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের টিএন্ডটি এলাকায় মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।</p> <p>মানববন্ধনে বক্তারা বলেন, গত কয়েক বছর আগে টঙ্গীর টিএন্ডটি এলাকার একটি শাখা সড়ক ও স্থানীয় বাসিন্দা মতিউর রহমানের সাড়ে বারো শতাংশ জমি দখল করে ওয়ার্ড কাউন্সিলের কার্যালয় ও স্টার একাডেমি নামে একটি কিন্ডার গার্টের ভবন নির্মাণ করেন সাদেক আলী।</p> <p>ওয়ার্ডের শাখা সড়কটি দখল করায় ওই এলাকার অন্তত ২০টি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।</p> <p>মানববন্ধনে উপস্থিত ছিলেন- নূর মোহাম্মদ, মো. আইউব আলী, লিয়াকত আলী, নাজিম উদ্দিন খান, ইয়াকুব আলী, সালাম, জহির, মারিয়া আক্তার সালমা, আসাদুজ্জামান আহাদ, টুনা প্রমুখ।</p> <p>মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা বলেন, আমরা শাখা সড়কটি দখল মুক্ত চাই। সড়কটি দখলমুক্ত না হলে বৈদ্যুতিক খুঁটি স্থাপন করা যাচ্ছে না। তাছাড়া সাড়ে ১২ শতাংশ জমির মালিক মতিউর রহমানের মেয়ে তার পৈত্রিক সম্পত্তিতে সাবেক কাউন্সিলর সাদিক আলীর কিন্ডার গার্টেনটির ভবন অপসারণের দাবি জানান।</p> <p>পরে বিক্ষুব্ধ এলাকাবাসীরা আঞ্চলিক শাখা সড়কে অবস্থান নিলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যোগাযোগ করা হলে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল সাদেক আলী বলেন, আমি প্রায় কয়েক যুগ আগে কিন্ডার গার্ডেনটি প্রতিষ্ঠা করি। আমি এটি মাসিক কয়েক হাজার টাকা ভাড়ার চুক্তিতে জায়গাটি নিয়েছিলাম। পারিবারিক ঝামেলা থাকায় জমির মালিক মতিউর রহমানের মৃত্যুর পর কেউ ভাড়া নেননি। আমি ওয়ার্ডের কোনো সড়কও দখল করিনি।</p>