<p style="text-align:justify">সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির শীর্ষ তিন নেতার বিরুদ্ধে পুকুর দখল ও মাছ লুট করে নেওয়ার অভিযোগে উঠেছে। এমনকি দখল ও লুটের পর ভুক্তভোগীদের বাড়ি থেকেও বিতাড়িত করা হয়েছে। বর্তমানে তারা অন্যত্র বসবাস করছেন।</p> <p style="text-align:justify">এ ঘটনায় ভুক্তভোগীরা গত ৬ অক্টোবর সিরাজগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএনপির কেন্দ্রীয় কমিটি, এনএসআইয়ের ডিডি, বিএনপির কেন্দ্রীয় কমিটি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বরাবর লিখিত অভিযোগ করেছেন। </p> <p style="text-align:justify">অভিযুক্তরা হলেন-তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স. ম আফসার আলী, সাধারণ সম্পাদক টুটুল ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান।</p> <p style="text-align:justify">অভিযোগকারী রাশিদা সুলতানা তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের পশ্চিম পাইকড়া গ্রামের আব্দুর রাজ্জাক ও দিলারা বেগম দম্পত্তির বড় মেয়ে।</p> <p style="text-align:justify">অভিযোগে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর ৭ আগস্ট সন্ধ্যায় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নির্দেশে দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন আলম লোকজন নিয়ে রাশিদা সুলতানার কাছে গিয়ে ১০টি পুকুর বাবদ ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় ৮ থেকে ১০ আগস্ট টানা তিনদিন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পুকুরপাড়ে অস্ত্রের মহড়া দিয়ে ১০টি পুকুর নিজেদের দখলে নেয় এবং পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির অন্তত ২০ লাখ টাকা মূল্যের মাছ লুট করে নিয়ে যায়।</p> <p style="text-align:justify">এতে আরো উল্লেখ করা হয়, এসব কাজে বাধা দিলে ভুক্তভোগী পরিবারের লোকজনদের অকথ্য ভাষায় গালাগালি ও প্রথমে ভয়ভীতি প্রদর্শন করা হয়। একপর্যায়ে ১০ আগস্ট সকালে তাদের পৈত্রিক বাড়ি থেকে বের করে দেয়া হয়। বর্তমানে নিরুপায় হয়ে তারা নিজ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। এ ঘটনার পর ভুক্তভোগীরা তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছিল। কিন্তু অভিযোগ তুলে নিলে ন্যায় বিচার দেওয়া হবে স্থানীয় বিএনপি নেতাদের এমন আশ্বাসে অভিযোগ তুলে নেয়া হয়। কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও বিষয়টি সমাধানে কেউ উদ্যোগী হয়নি।</p> <p style="text-align:justify">প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কৃষক হাফিজুর রহমান বলেন, দিনের বেলায় প্রকাশ্যে পুকুরে জাল ফেলে অবৈধ ভাবে বিএনপি নেতারা পুকুরগুলো থেকে মাছ মেরে নিয়ে গেছে। কিন্তু আমরা কিছুই করতে পারিনি। ছোটবেলা থেকেই দেখছি পুকুরগুলো রাশিদা সুলতানাদের পরিবার মাছ চাষ করে আসছে। মালিকানাধীন বৈধ পুকুর কেউ এভাবে দখল করতে পারে, আমরা আগে কখনো দেখিনি।</p> <p style="text-align:justify">এ বিষয়ে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সাংবাদিকদের বলেন, কেউ দলের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দিয়ে থাকলে, অবশ্যই তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।</p> <p style="text-align:justify">সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।</p> <p style="text-align:justify">তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলী মুঠোফোনে বলেন, পুকুরের বিষয়টি মীমাংসা জন্য সালিশ করেছি কিন্তু রায় দেয়নি। স্থানীয়রা পুকুর থেকে কিছু মাছ মেরেছে। অথচ, আমাদের দলের কিছু লোক শক্রতা করে আমাদের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।</p>