<p>যৌবন চিরজীবন ধরে রাখার ইচ্ছা সবার মনের সুপ্ত বাসনা। সেই সুপ্ত বাসনা নিয়ে আয়নার সামনে দাঁড়ায় প্রতিটি মানুষ। তবে বার্ধক্য একটি প্রাকৃতিক প্রক্রিয়া, এটি থামিয়ে দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু মানুষ চেষ্টা করে প্রাকৃতিক এই প্রক্রিয়া যেন ধীর গতিতে হয়।  </p> <p>মানুষের এই সুপ্ত বাসনার সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদ পেতে ছিলেন ভারতীয় এক দম্পতি। যৌবন ধরে রাখার প্রতিশ্রুতি দিয়ে বোকা বানিয়েছে শত শত সাধারণ মানুষকে। ইসরায়েলের তৈরি টাইম মেশিনের সাহায্যে বয়স্কদের আবার তরুণ দেখানোর প্রতিশ্রুতি দিতেন ওই ভারতীয় দম্পতি। তবে প্রতারণা ফাঁস হওয়ার পরে পুলিশ এখন তাদের খুঁজছে। </p> <p>রাজীব কুমার দুবে এবং তার স্ত্রী রশ্মি দুবে মানবজাতির ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য এই কাণ্ড ঘটিয়েছেন। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের কানপুরে একটি থেরাপি কেন্দ্রের মালিক ছিলেন তারা। যেখানে তারা লোকেদের বলতেন, অত্যধিক দূষিত বায়ুর কারণে দ্রুত বার্ধক্য চলে আসছে। ‘ইসরায়েলের তৈরি টাইম মেশিন’- এর সাহায্যে অক্সিজেন থেরাপি দিয়ে এই প্রক্রিয়াটিকে উল্টে দিতে পারবেন তারা। লোকেরাও তাদের সরল মনে বিশ্বাস করত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আজ পাকিস্তান সফরে যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/14/1728882430-b5c2b0baf6323afa913fe300eda5d0f0.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আজ পাকিস্তান সফরে যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/14/1434981" target="_blank"> </a></div> </div> <p> </p> <p>টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যৌবন ফিরে পাওয়ার আশ্বাস দিয়ে বয়স্ক লোকদের কাছ থেকে ৩৫ কোটি ভারতীয় রুপি (৪.১ মিলিয়ন ডলার) হাতিয়ে নিজেদের পকেট ভর্তি করেছেন তারা।</p> <p>জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা অঞ্জলি বিশ্বকর্মা এনডিটিভিকে বলেছেন, ‘ওই দম্পতি প্রতি সেশনের জন্য ৯০ হাজার রুপির নিতেন। তবে যারা নতুন কাউকে নিয়ে আসবেন, তাদের জন্য ছিল ডিস্কাউন্টের ব্যবস্থা।’</p> <p>তিনি আরো বলেন, ‘নতুন ক্লায়েন্টদের আবার বিনামূল্যে অক্সিজেন থেরাপির প্রতিশ্রুতিও দেওয়া হত।’ এভাবে তারা অর্থ উপার্জনের প্রতারণামূলক ব্যবস্থা তৈরি করেছিলেন। </p> <p>এই প্রতারণার শিকার হয়েছেন স্থানীয় এক বাসিন্দা রেনু সিং। রেনু পুলিশের কাছে একটি অভিযোগে লিখেছেন, তিনি এই দম্পতিকে ১০.৭৫ লাখ রুপি (২১০০০ ডলার) দিয়ে প্রতারিত হয়েছেন। শুধু তিনিই নন শত শত লোক সম্মিলিতভাবে মোট ৩৫ কোটি রুপি (৪.১ মিলিয়ন ডলার) হারিয়েছেন। </p> <p>এখন অবধি পুলিশের কাছে প্রমাণ রয়েছে যে, দুবে দম্পতি ২৪ জনের বেশি লোকের সঙ্গে প্রতারণা করেছে। তবে তদন্ত এখনও চলছে। ভারতীয় পুলিশ রাজীব কুমার দুবে এবং তার স্ত্রী রশ্মি দুবের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে। পুলিশ তাদের খুঁজছে। বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হলেও ইতিমধ্যেই প্রতারণার অর্থ নিয়ে তারা বিদেশে পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। </p> <p>সূত্র : টাইমস অব ইন্ডিয়া</p> <p><br />  </p>