<p>ইসরায়েলি সেনাবাহিনী রবিবার জানিয়েছে, লেবাননে তাদের সেনারা হিজবুল্লাহর একজন যোদ্ধাকে আটক করেছে। আন্ত সীমান্ত স্থল অভিযান শুরুর পর এ ধরনের প্রথম ঘোষণা এটি।</p> <p>সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সীমিত, সীমাবদ্ধ ও লক্ষ্যভিত্তিক অভিযানের সময়...সেনারা একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের মুখ আবিষ্কার করে। সেনারা ভবনটি ঘিরে ফেলে, সুড়ঙ্গের মুখ পরীক্ষা করে এবং একটি ভূগর্ভস্থ ঘাঁটি খুঁজে পায়...যেখানে একজন হিজবুল্লাহ যোদ্ধা অস্ত্র ও সরঞ্জামসহ অবস্থান করছিল।’</p> <p>সেনাবাহিনী ওই যোদ্ধাকে কখন আটক করেছে তা নির্দিষ্ট করে জানায়নি। হিজবুল্লাহর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="লেবাননে শান্তিরক্ষীদের দ্রুত ‘নিরাপদে’ সরাতে নেতানিয়াহুর আহ্বান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728822437-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>লেবাননে শান্তিরক্ষীদের দ্রুত ‘নিরাপদে’ সরাতে নেতানিয়াহুর আহ্বান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/13/1434738" target="_blank"> </a></div> </div> <p>ওই যোদ্ধা সেনাদের কাছে আত্মসমর্পণ করে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সেনারা তাকে ঘটনাস্থলেই জিজ্ঞাসাবাদ করে এবং পরে আরো তদন্তের জন্য ইসরায়েলের একটি আটককেন্দ্রে নিয়ে যায়।’</p> <p>বিবৃতির সঙ্গে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা যায়, ইসরায়েলি সেনাদের একটি দল আরবি ভাষায় ওই হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে কথা বলছেন, যখন তিনি ধীরে ধীরে সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসছিলেন। সেনাদের বলতে শোনা যায়, ‘বেরিয়ে আসুন, না হলে আপনার জীবন শেষ হয়ে যাবে।’</p> <p>ওই যোদ্ধা এরপর সেনাদের জিজ্ঞেস করে, তারা সিগারেট চায় কি না। এক সেনা তখন জবাব দেন, ‘সিগারেট, কফি আর পাঁচ হাজার ডলার!’</p> <p>ইসরায়েলি সেনাবাহিনী ৩০ সেপ্টেম্বর দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে। তখন থেকে তারা সীমান্তবর্তী গ্রামগুলোতে ‘লক্ষ্যভিত্তিক অভিযান’ পরিচালনা করে আসছে। সেনাবাহিনী জানিয়েছে, তারা বেশ কয়েকটি বাড়ির নিচে সুড়ঙ্গের মুখ খুঁজে পেয়েছে, যার মধ্যে একটি প্রায় ২৫ মিটার লম্বা ছিল এবং তা ইসরায়েল পর্যন্ত প্রবেশ করেছে বলে দাবি করা হয়েছে।</p> <p>সূত্র : এএফপি</p>